Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ক্ষমতায় থাকাকালীন ৪০ শতাংশ সময়ই ছুটি কাটিয়েছেন বাইডেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৯

ক্ষমতায় থাকাকালীন ৪০ শতাংশ সময়ই ছুটি কাটিয়েছেন বাইডেন

৮১ বছর বয়সী জো বাইডেন তার ক্ষমতাকালীন সময়ে চার বছরেরও কম সময়ে ৫৩২ দিন ছুটি নিয়েছেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রেসিডেন্টের মেয়াদকালের মোট কার্যদিবসের প্রায় ৪০ শতাংশ সময় ছুটিতে কাটিয়েছেন।

রিপাবলিকান ন্যাশনাল কমিটির তথ্য অনুযায়ী, ৮১ বছর বয়সী এই নেতা তার ক্ষমতাকালীন সময়ে চার বছরেরও কম সময়ে ৫৩২ দিন ছুটি নিয়েছেন। 

এনডিটিভি জানায়, একজন মার্কিন কর্মী তার কর্মজীবনের প্রায় পাঁচ দশকে যতটা ছুটি কাটিয়ে থাকেন তুলনায় তার চেয়ে অনেক কম সময়ে বাইডেন বেশি ছুটি কাটিয়েছেন।

একজন সাধারণ মার্কিন নাগরিক বছরে ১১ দিন ছুটি পান। এই হিসাবে বাইডেনের অবকাশকালীন সময় একজন সাধারণ মার্কিন নাগরিকের প্রায় ৪৮ বছরের ছুটির দিনগুলোর সমতুল্য।

সমালোচকরা বলেন, বিশ্বব্যাপী এতো অনিশ্চয়তা আর অভ্যন্তরীণ বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে প্রেসিডেন্টের এই দীর্ঘ সময় ছুটি কাটানো খুব দৃষ্টিকটু।

নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত উদ্ধৃতিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে হোয়াইট হাউসের বাজেট দপ্তরে দায়িত্ব পালন করা মার্ক পাওলেটা অনেকটা ব্যাঙ্গ করে বলেন, “যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ব যখন আগুনে পুড়ছে, তখন বাইডেন সমুদ্র সৈকতে অবকাশ যাপনে ব্যস্ত।”

সমালোচকরা মুদ্রাস্ফীতি, সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক সংঘাতের মতো বিষয়গুলোর উল্লেখ করে বলেছেন, প্রেসিডেন্টকে এই বিষয়গুলো মোকাবিলায় আরও মনোনিবেশ করা উচিত ছিল।

এদিকে প্রেসিডেন্টের সহযোগীরা বলছেন, ছুটিতে থাকলেও তার পূর্বসূরীদের মতো বাইডেন দূর থেকেই তার দাপ্তরিক কাজ চালিয়ে যেতেন।

তবে সাবেক প্রেসিডেন্টদের সঙ্গে তুলনা করলে দেখা যায়, বাইডেনই প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে বেশি ছুটি কাটিয়েছেন। এর আগে, ডোনাল্ড ট্রাম্প তার মোট কার্যদিবসের ২৬ শতাংশ ছুটিতে কাটিয়েছেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫