স্টিভেন শোয়াংকে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরেও একই দায়িত্ব পালন করেছেন শোয়াং।
স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে ট্রাম্প শোয়াংকে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক মনোনয়নের ঘোষণা দেন। একই বিবৃতিতে তিনি সার্জিও গোরকে প্রেসিডেন্টের কর্মী অফিসের পরিচালক পদে মনোনয়ন দিয়েছেন।
বিবৃতিতে ট্রাম্প বলেছেন, “স্টিভেন শোয়াং ও সার্জিও গোর ২০১৬ সালে আমার প্রথম নির্বাচনী প্রচারণা থেকে সঙ্গে আছেন। তারা বিশ্বস্ত উপদেষ্টা। তারা ‘আমেরিকা প্রথম’ নীতিগুলোকে সর্বাত্মকভাবে সমর্থন করেন।”
ট্রাম্পের প্রথম মেয়াদেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন শোয়াং। তখন তিনি কৌশলগত প্রতিক্রিয়ার পরিচালক ছিলেন। এটাও একধরনের যোগাযোগের কাজ।
৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিপুলভাবে জয়ী হন। আগামী ২০ জানুয়ারি তার শপথ গ্রহণের কথা রয়েছে। নতুন প্রশাসনের জন্য এখন থেকে মনোনয়ন দেওয়া শুরু করেছেন তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : হোয়াইট হাউস যোগাযোগ পরিচালক
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh