Logo
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী হচ্ছেন টিভি উপস্থাপক সোন ডাফি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১০:১৫

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী হচ্ছেন টিভি উপস্থাপক সোন ডাফি

সাবেক কংগ্রেস সদস্য সোন ডাফি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী পদে দেশটির সাবেক কংগ্রেস সদস্য (পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ) সোন ডাফিকে মনোনয়ন দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার (১৮ নভেম্বর) ট্রাম্পের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। 

সোন ডাফি একসময় যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজের নিয়মিত প্রদায়ক ছিলেন। ফক্স নিউজ ছাড়াও তিনি অন্যান্য টিভি চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।

ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা নিতে যাচ্ছে ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান সরকার। আর এর পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে ট্রাম্প প্রতিনিধি পরিষদে ‘আর্থিক দায়বদ্ধতা’ নিশ্চিতে কাজ করার জন্য সোন ডাফির প্রশংসা করেন।

রিপাবলিকান সোন ডাফি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত উইসকনসিন থেকে নির্বাচিত কংগ্রেসম্যান ছিলেন।

পরিবহনমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ার পর সোন ডাফির বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে মহাসড়ক, টানেল, সেতু ও বিমানবন্দর পুনর্নির্মাণের কাজে তিনি (সোন ডাফি) শ্রেষ্ঠত্ব, যোগ্যতা, প্রতিযোগিতা ও সৌন্দর্যকে অগ্রাধিকার দেবেন।

আল-জাজিরা ও রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টেলিভিশন মাধ্যমে সোন ডাফি পরিচিত মুখ। তিনি টিভি চ্যানেল ফক্স নিউজের ব্যবসাবিষয়ক অনুষ্ঠানের নিয়মিত প্রদায়ক ছিলেন। তিনি ‘ফক্স বিজনেস’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন। অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এমটিভিতেও।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫