চীনের হ্যাকাররা যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি ঘেঁটে দেখেছে বলে দাবি করেছে দেশটির গোয়েন্দারা। তাদের দাবি ডিসেম্বরের শুরুর দিকে এ ঘটনা ঘটে। চীনা হ্যাকাররা শুধু দেখেছে নয়, বেশ কিছু নথি তারা চুরি করেছে বলেও অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
চীনের সরকার ওই হ্যাকারদের নিযুক্ত করেছে বলে অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরে সাইবার নিরাপত্তা যথেষ্ট নয়। তবে হ্যাকাররা কী কী নথি চুরি করেছে, কয়টি ওয়ার্কস্টেশন তারা হ্যাক করেছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক জড়িত কি না, তাও স্পষ্ট করে বলা হয়নি।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে অর্থ দপ্তরের কম্পিউটার হ্যাক করা হয়েছে। যে সফটওয়্যারের সাহায্যে এই কাজ করা হয়েছে, তা চীনের সরকারের তৈরি।
হ্যাকাররা এখনও মেশিনগুলো হ্যাক করে রেখেছে কি না, সে বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি। তবে এ বিষয়টি নিয়ে এফবিআই তদন্ত করছে বলে জানানো হয়েছে।
গত কয়েক বছরে চীনের বিরুদ্ধে একাধিকবার হ্যাকিংয়ের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি দপ্তরে হ্যাকারদের নিয়োগ করেছে চীন। এমন ঘটনা বার বার ঘটানো হয়েছে বলেই দাবি যুক্তরাষ্ট্রের।
তবে ওয়াশিংটনের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বেইজিং।
চীন জানিয়েছে, সাইবার আক্রমণ বা হ্যাকিংয়ের মতো বিষয়কে তারা সমর্থন করে না। এর সঙ্গে চীনের কোনো দূরবর্তী সংযোগও নেই বলে জানিয়েছে তারা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : চীন হ্যাকার যুক্তরাষ্ট্র
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh