যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এরই মধ্যে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। আগুন থেকে বাঁচতে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এক লাখেরও বেশি মানুষকে। খবর বিবিসির।
গত মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে লস অ্যাঞ্জেলেসে সূত্রপাত হয় আগুনের। এরপর তা দ্রুত অন্যত্র ছড়িয়ে পড়ে। দাবানল শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ২,৯০০ একরেরও বেশি এলাকা পুড়ে যায়।
এদিকে লস অ্যাঞ্জেলেসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুনে প্যালিসেডসের দুটি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আগুনের তাণ্ডব থেকে রক্ষা পাননি যুক্তরাষ্ট্রের সেলিব্রেটিরাও। দাবানলে প্যারিস হিলটন এবং বিলি ক্রিস্টালের ঘরবাড়ি পুড়ে গেছে। লস অ্যাঞ্জেলেসের অগ্নিনির্বাপক কর্মীরা শহরের ভেতরে এবং আশেপাশে দাবানল নিয়ন্ত্রণে আনতে পানির অভাব অনুভব করছেন বলেও জানানো হয়েছে।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবানলের ছবিতে দেখা যায়। চারপাশে দাউদাউ করে আগুন জ্বলছে। আতঙ্কিত মানুষ বাড়িঘর ছেড়ে, গাড়ি ফেলে পালাচ্ছেন। অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। সড়কে পড়ে থাকা বিকল গাড়িগুলো সরিয়ে নিতে উদ্ধারকর্মীদের বুলডোজার ব্যবহার করতে দেখা যায়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh