ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নারী বলে রাতে বের হতে ভয় পাচ্ছেন ক্লেইর ওয়েকফ। এ কারণে পুরুষ সেজে নিয়মিত দৌড়াতে বের হচ্ছেন তিনি।
৪৪ বছর বয়সী ক্লেইরের বয়স পেশায় রম্যলেখক ও ডিজিটাল কনটেন্ট (আধেয়) নির্মাতা। তার বাড়ি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডে। নিয়মিত জগিং করতে বা দৌড়াতে পছন্দ করেন ক্লেইর। তবে দিনে নয়, তার স্বাচ্ছন্দ্য রাতের বেলায় জগিংয়ে।
ক্লেইর জানিয়েছেন, এখন তিনি পুরুষরূপে বাইরে নিরাপদ বোধ করেন।
ক্লেইরের স্বামীও দিনশেষে জগিংয়ে বের হন। এ কাজে স্বামীর নিরাপদ বোধ ও স্বাচ্ছন্দ্য দেখে উৎসাহিত হয়েছেন তিনি। এরপর তারা সিদ্ধান্ত নেন, ক্লেইর রাতের বেলা দৌড়াতে বের হলে পুরুষের বেশ নেবেন।
দৌড়ানোর জন্য নকল মোচ কেনেন ক্লেইর। হাতে পরার জন্য ট্যাটুওয়ালা হাতা, পরচুলা আর ব্যায়ামাগারে ছেলেদের ব্যবহৃত পোশাক আনিয়ে নেন। আর এসব পরে রাতের অন্ধকারে দৌড়ানোর উদ্দেশ্যে পথে নামেন। দেখে একদমই বোঝার উপায় নেই, তিনি পুরুষ নন, বরং একজন নারী।
ক্লেইরের মতে, পুরুষের বেশে দৌড়াতে বের হলে পথিমধ্যে কেউ আলাদা করে মনোযোগ দেয় না। কেউ ডাকে না। কথা বলার চেষ্টা করে না। এসব কারণে এখন নতুন বেশে দৌড়াতে বের হলে বেশ স্বাচ্ছন্দ্যে থাকেন ক্লেইর।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা দৌড়ানোর ভিডিওগুলোয় তিনি পরিস্থিতিকে খুবই হালকাভাবে তুলে ধরেন। তবে এটাও বলেন, এই প্রথম তিনি রাতের বেলা একা বাইরে দৌড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আগে কখনো এমন বোধ করেননি।
প্রায় ২০ বছর ধরে নিয়মিত দৌড়াচ্ছেন ক্লেইর। ২০০৮ সালে হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন। এরপর দৌড়ানোকে নিত্যদিনের ব্যায়াম হিসেবে নিয়েছেন। তিনি বলেন, ‘এত দিন পর এখন আমি রাতের বেলা একা দৌড়ানোর জন্য নির্ভয়ে বের হতে পারছি।’
তবে এই নারীর রাতের বেলা দৌড়াতে বের হওয়ার সঙ্গে ট্রাম্পের যোগসূত্র কী, এমন প্রশ্ন অনেকের। জবাবটা ক্লেইর নিজেই দিয়েছেন, ‘নির্বাচনে ট্রাম্পের জয় আমেরিকায় নারীদের নিরাপত্তার জন্য এক ধাপ পিছিয়ে গেছে।’
ক্লেইরের মতে, বেশির ভাগ নারী রাতের বেলা একা বাড়ির বাইরে বের হওয়া থেকে নিজেদের বিরত রাখছেন।
তিনি বলেন, ট্রাম্প যখন নির্বাচনে জেতেন, ‘তখন তোমার শরীর, আমার পছন্দ’ এই বাক্যাংশ প্রচারিত হচ্ছিল। তখন থেকে হঠাৎ আমি জনসমক্ষে, বিশেষ করে রাতের বেলায় নিজের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়ে যাই।
সেই চিন্তা থেকেই স্বামীর সঙ্গে পরামর্শ করে পুরুষের পোশাকে, পুরুষের মতো বেশ নিয়ে রাতের বেলা দৌড়ানোর জন্য বের হচ্ছেন ক্লেইর। এটা এখন তার জীবনে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh