দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন অভিবাসন নীতির ওপর নতুন কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক নির্বাহী আদেশে মার্কিন-মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি ওয়াশিংটন থেকে এ খবর জানিয়েছে।
এএফপি জানায়, অভিবাসন ঠেকাতে ওভাল অফিসে বসার পরপরই একগুচ্ছ নির্বাহী আদেশ ও ডিক্রিতে স্বাক্ষর করেন ট্রাম্প।
তবে এসব আদেশের মধ্যে বিশেষত জন্মগত নাগরিকত্বের সংজ্ঞা পরিবর্তনের যেকোনো আদেশ প্রচণ্ড আইনি বিরোধিতার মুখে পড়তে পারে।
আগেই ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাইডেন প্রশাসনের ‘ধ্বংসাত্মক’ নীতিগুলো ‘পাঁচ মিনিটের মধ্যেই’ বাতিল করা হবে।
সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আইনি অভিবাসন আমার পছন্দ। আমার ভালো লাগে। আমাদের লোক দরকার এবং আমি এতে একেবারেই রাজি। আমরা এটা চাই। তবে, আমাদের আইনি অভিবাসন থাকতে হবে।’
এদিকে, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রথম প্রভাব তার উদ্বোধনের কয়েক মিনিট পরেই স্পষ্ট হয়ে ওঠে। আশ্রয়প্রার্থীদের অভিবাসন প্রক্রিয়ায় সাহায্য করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে চালু করা একটি অ্যাপ অফলাইন হয়ে যায়। এই অ্যাপের মাধ্যমে মূলত সীমান্ত দিয়ে প্রবেশের জন্য আগে থেকেই বুকিং করতে হয়।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, এই অ্যাপে ৩০ হাজার লোকের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল।
ট্রাম্পের প্রধান উপদেষ্টা এবং অভিবাসন নীতেতে কট্টরপন্থী খ্যাত স্টিফেন মিলার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেন যে, দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আগ্রহী সকল অবৈধ অভিবাসীদের এখনই ফিরে যাওয়া উচিত। অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশকারী যেকেউ বিচার এবং বহিষ্কারের মুখোমুখি হবেন।”
এর আগে ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় এক অনুষ্ঠানে ট্রাম্প বিগত বাইডেন প্রশাসনের প্রায় ৮০টি নির্বাহী আদেশ আনুষ্ঠানিকভাবে বাতিল করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মার্কিন অভিবাসন নীতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন-মেক্সিকো সীমান্ত জরুরি অবস্থা ঘোষণা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh