অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম
আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪৬ পিএম
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন ডেস্ক
আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪৬ পিএম
ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনি প্রচারণায় চীনা পণ্যের ওপর বড় শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিলেও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরুর পর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।
সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প চীনের ওপর শুল্ক আরোপ না করার কথা জানান বলে জানায় এএফপি ।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘চীনের ওপর আমাদের একটি বড় ক্ষমতা আছে, আর তা হলো শুল্ক। তারা তা চায় না এবং আমিও এটি ব্যবহার করতে চাই না। কিন্তু এটি চীনের ওপর আমাদের জন্য একটি বিশাল ক্ষমতা।’
ট্রাম্প আরও বলেন, ‘ আমাদের এমন কিছু আছে যা তারা চায়। তা হলো আমাদের সোনার ভাণ্ডার।’
এর আগে, সোমবার দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প ঘোষণা দেন, ১ ফেব্রুয়ারি থেকে চীনের সব আমদানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হতে পারে। নির্বাচনি প্রচারে তিনি ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথাও বলেছিলেন।
এদিকে শুক্রবার বেইজিং এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও চীনের উচিত নিজেদের মতভেদ আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা উভয়ের জন্যই লাভজনক।’
তিনি আরও বলেন, ‘বাণিজ্যযুদ্ধ ও শুল্কযুদ্ধের কোনো বিজয়ী নেই এবং এগুলো কারও স্বার্থ রক্ষা করে না, এমনকি বিশ্বেরও নয়।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh