প্রাথমিকভাবে ১ লাখ নথিবিহীন অভিবাসীকে নিজ নিজ দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়তে পারে। এ লক্ষে বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে সরকার।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ ছিল দেশটি থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো। গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর বেশ কয়েকটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেন ট্রাম্প, সেসবের মধ্যে নথিবিহীন/অবৈধ অভিাবসীদের গ্রেপ্তার এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো সংক্রান্ত আদেশও ছিল।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ১ লাখ ৭০ হাজার নথিবিহীন অভিবাসী রয়েছে এবং তাদের মধ্যে আপাতত ১ লাখকে ফেরত পাঠানোর লক্ষ্য নেওয়া হয়েছে। ২০ জানুয়ারি ট্রাম্প আদেশে স্বাক্ষর করার পর গত ৭ দিনে ২ হাজারেরও বেশি নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করে তাদের নিজ দেশে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
এদিকে নথিবিহীন অভিবাসীদের গ্রেপ্তারে যে বিরতিহীন অভিযান শুরু করেছে দেশটির পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তা একদিকে যেমন তীব্র ভীতি সৃষ্টি করেছে অবৈধ অভিবাসীদের মধ্যে, তেমনি আতঙ্ক উসকে দিচ্ছে বিভিন্ন ভিসায় যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের মধ্যেও।
যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি, সেগুলোর মধ্যে অন্যতম টেক্সাস। রিপাবালিকান পার্টির অন্যতম এই ঘাঁটি রাজ্যটির সঙ্গে সীমান্ত রয়েছে মেক্সিকোর। সেই সীমান্ত পাড়ি দিয়ে মেক্সিকো এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার স্প্যানিশভাষী বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসী বর্তমানে বসবাস করছেন সেই রাজ্যটিতে, যাদের কাছে বৈধ নথি বা অনুমোদন নেই।
অবৈধ অভিবাসীদের রাখার জন্য টেক্সাসজুড়ে ইতোমধ্যে বেশ কয়েকটি বৃহদাকৃতির বন্দিশালা তৈরি করা হয়েছে। সেই প্রেসিডেন্ট ট্রাম্পের গত মেয়াদে টেক্সাস-মেক্সিকো সীমান্তে যে দেওয়াল তৈরি শুরু হয়েছিল, সেই কাজও গতিশীল করা হয়েছে। ২০২০ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এ দেওয়ালের নির্মাণ বন্ধ ঘোষণা করেছিলেন।
টেক্সাসের অনেক স্থানীয় মার্কিনিও এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করছেন, যা সেখানকার অভিবাসীদের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে।
বস্তুত, যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ নথিবিহীন অভিবাসীরা। নগর পরিচ্ছন্নতা, ভবন নির্মাণ ও অন্যান্য শ্রমভিত্তিক কাজের দেশটিতে বর্তমানে যত কর্মী রয়েছে, তাদের এক তৃতীয়াংশেরও বেশি এই অবৈধ অভিবাসীরা। তাই এ অভিবাসীদের বিরুদ্ধে যদি দীর্ঘ মেয়াদে অভিযান চালানো হয়, তাহলে তার সরাসরি প্রভাব দেশটির অর্থনীতিতে পড়বে বলে জানিয়েছেন অনেক মার্কিন অর্থনীতিবিদ।
সূত্র : এএফপি
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসী
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh