ওয়াশিংটনে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এতে এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে বলেছেন, দুর্ঘটনাস্থলে অনুসন্ধান কর্মীরা ১৮টি মৃতদেহ উদ্ধার করেছেন এবং এখনও পর্যন্ত বেঁচে থাকা কাউকে পাওয়া যায়নি।

অবশ্য হতাহতের সংখ্যা সম্পর্কে কর্তৃপক্ষের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি, তবে শিগগিরই একটি সংবাদ ব্রিফিং করা হবে বলে আশা করা হচ্ছে।

ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে মাঝ আকাশে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাদের একটি হেলিকপ্টার এই দুর্ঘটনায় জড়িত ছিল।

বার্তাসংস্থাটি বলছে, আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট ৫৩৪২ পরিচালনা করছিল পিএসএ। এফএএ অনুসারে, কানসাসের উইচিটা থেকে ফ্লাইটটি উড্ডয়ন করে। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুসারে, জেটটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে।

দুর্ঘটনার পরপরই জরুরি কর্মীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন এবং বিমানবন্দর থেকে সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে ওয়াশিংটনের এই ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের সঙ্গে সংঘর্ষে জড়িত ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা সৈন্য ছিলেন বলে একজন কর্মকর্তা বিবিসির মার্কিন সহযোগী সিবিএসকে জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে অন্য একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, দুর্ঘটনার পর সৈন্যদের অবস্থা এখনও অজানা, তবে হেলিকপ্টারে কোনও সিনিয়র কর্মকর্তা ছিলেন না।

জয়েন্ট টাস্ক ফোর্স-ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের মিডিয়া চিফ সিবিএস নিউজকে বলেছেন, ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। হেদার চেয়ারেজ আরও বলেছেন, এটি ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ারের ১২তম এভিয়েশন ব্যাটালিয়ন বি কোম্পানির অন্তর্গত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh