শেখ হাসিনার বিদায়
ছাত্র-জনতার ব্যাপক অভ্যুত্থানের মুখে অত্যন্ত লজ্জাজনকভাবে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। শিক্ষার্থীদের একটি সাধারণ আন্দোলন সরকারপ্রধানের একগুঁয়ে আচরণের কারণে সহিংস পরিণতি বরণ করেছে, অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে, ধ্বংস হয়েছে বহু মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ।
২০০৯ সালে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা শেখ হাসিনা ভুলেই গিয়েছিলেন যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড় হয়। বরং গত ১৫ বছরের শাসনে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশ ও দলের চেয়ে ব্যক্তি হিসেবে তার একক কর্তৃত্ব দেখা গেছে। পদত্যাগ ও দেশত্যাগের আগের দিনও শিক্ষার্থীদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন দমনে তিনি যে সহিংসতা ঘটিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কলঙ্কজনক ঘটনার দ্বিতীয় কোনো নজির নেই। এই দায় থেকে তিনি কোনো দিন মুক্তি পাবেন না।
আওয়ামী লীগের দীর্ঘ শাসনের তিন মেয়াদে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই সঙ্গে দলের লোকজনের সীমাহীন দুর্নীতি, লুটপাট, বিচারহীনতা, মানবাধিকার লঙ্ঘন ও কার্যত একদলীয় শাসন কায়েমের মাধ্যমে দেশজুড়ে যে ভয়ের রাজত্ব কায়েম হয়েছিল, তা থেকে মানুষ মুক্তির পথ খুঁজছিল। ছাত্রদের এই বৈষম্যবিরোধী আন্দোলন সেই সুযোগ করে দেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এখন দেশে আইনানুগ কোনো সরকার নেই। একটি নতুন অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে। আমরা প্রত্যাশা করি, এই পরিবর্তনের মধ্য দিয়ে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে এবং অতীতের সংঘাতময় পরিস্থিতি কাটিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। সারা দেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। আমরা চাই সব নৈরাজ্যের অবসান হোক। ভুলে গেলে চলবে না, একটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাণ দিয়েছেন আবু সাঈদ, মুগ্ধ, সবুজ আলীর মতো অকুতোভয় বীর যোদ্ধারা। তাদের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh