গত অক্টোবর মাস থেকে ট্রাকে করে তেল, ডাল ও চাল বিক্রির কর্মসূচি হাতে নিয়েছিল টিসিবি। ফলে প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামে সাড়ে ২৪ হাজার মানুষ ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পেতেন। কিন্তু মাত্র দুই মাস সাত দিন চলার পর এই কর্মসূচি বন্ধ করে দিয়েছে সংস্থাটি। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শুধু স্মার্ট কার্ডধারী পরিবারকেই পণ্য দেবে টিসিবি। এ ক্ষেত্রে এক কোটি কার্ডধারী পরিবারের মধ্যে শুধু ৫৭ লাখ স্মার্ট কার্ডধারী এই সুবিধা পাবেন। বাকি ৪৩ লাখ পরিবারের কাছে স্মার্ট কার্ড না থাকায় তারা সরকারের এই সুবিধা আপাতত পাবে না।
সাধারণত যখন মূল্যস্ফীতি বেশি থাকে বা কোনো পণ্যের বিশেষ চাহিদা থাকে, তখন বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় টিসিবি ট্রাক সেল কার্যক্রম পরিচালনা করে। তারই অংশ হিসেবে অক্টোবরে ভর্তুকি মূল্যে পণ্য দেওয়ার সিদ্ধান্ত হয়। মূল্যস্ফীতি বিবেচনায় তা ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু বর্তমানে মূল্যস্ফীতি কমে না যাওয়ার পরও বন্ধ হয়ে গেছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম।
অর্থনীতিবিদরা বলছেন, বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির কারণে এমনিতেই নিম্ন ও সীমিত আয়ের মানুষ কষ্টে রয়েছে। এ অবস্থায় কর্মসূচি বন্ধ বা আওতা কমানো হলে গরিব মানুষের কষ্ট আরো বেড়ে যাবে। বর্তমান বাজার পরিস্থিতিতে এই টিসিবির পণ্যই হতে পারে গরিব পরিবারগুলোর জন্য বড় সহায়তা। কিন্তু কবে নাগাদ স্বল্পমূল্যে টিসিবির পণ্য মিলবে, তা এখন অনিশ্চিত।
আমরা আশা করি, অবিলম্বে যাচাই-বাছাই করে বাকি পরিবারকে সুলভে পণ্য দেওয়ার ব্যবস্থা করা হবে। আর কার্ডের বাইরে যে বিপুলসংখ্যক মানুষ আছে, তাদের জন্য ট্রাক সেল বা খোলাবাজারে বিক্রির কাজটি পুনরায় শুরু করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh