
রাজধানী ঢাকার রাস্তায় চরম মাত্রায় পৌঁছেছে বায়ুদূষণ। ছবি: সংগৃহীত
দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। তবে রাজধানীর বাতাসের মানের কোনো উন্নতি এখনও লক্ষ্য করা যায়নি। রাজধানীবাসীর জন্য এটি কোনোভাবেই সুখকর বিষয় নয়। দূষিত বায়ু বাড়ার সাথে সাথে বাড়ছে নানা রোগ।
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী শনিবার (১১ মার্চ) ঢাকার বাতাসের মান আজও ‘অস্বাস্থ্যকর’। এদিন বেলা সাড়ে ৮টার দিকে ১৯৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে ঢাকা।
এদিন ২০৮ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ। ২০৩ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৯৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৮৮ স্কোর নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই।
এ ছাড়া একই সময়ে একিউআই স্কোর ১৭৯ নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মায়ানমারের ইয়াঙ্গুন। ১৭৫ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। ১৬৯ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচিওন। ১৬০ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে ভারতের মুম্বাই। ১৫৫ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালির সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি।