Logo
×

Follow Us

অন্যান্য

আপাং

Icon

সঞ্জয় ঘোষ

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ১৬:৩০

আপাং

আপাং। ছবি: সঞ্জয় ঘোষ

আপাং-এর আর এক নাম অপামার্গ। মার্গ শব্দটির সঙ্গে আমরা কম-বেশি সকলে পরিচিত। মার্গ অর্থ পথ, সরণি বা পন্থা। অন্তর পরিমার্জন করে বলেই এর নাম অপামার্গ তথা আপাং। এর রয়েছে নানারকমের ঔষধি গুণ।

সমগ্র পৃথিবীতে ১২ প্রজাতির আপাং রয়েছে। ভারতীয় অঞ্চলে তিন থেকে চারটি প্রজাতি দেখা যায়। উঁচু পাহাড় থেকে শুরু করে সমতল ভূমি সর্বত্রই আপাং জন্মে থাকে।

জ্যৈষ্ঠ আষাঢ়ে গাছ হয়, একেবারে পৌষে গিয়ে ফুল এবং বৈশাখে এসে বীজ। বর্ষজীবী এই গুল্মটি ২-৩ ফুট পর্যন্ত লম্বা হয়। মাটি থেকে সোজা হয়ে জন্মে। শাখা ও প্রাশাখা বিশিষ্ট হয়ে বড়ো হয়। পাতাগুলো বিপরীত দিকে সজ্জিত থাকে। দেখতে ডিম্বাকার বা গোলকার।

ফুল ফুটলে আপাং-এর শিষ ঊর্ধ্বগামী হয়। এই ফুল বীজে পরিণত হলে তা নিম্নগামী হয়ে যায়। এর গায়ে কাঁটার মতো আকষি থাকে তাই গায়ে লাগলে বা কাপড়ে লাগলে সহজে ছাড়ে না। আপাং ফুলের বহিরাঙ্গে হঠাৎ হাত দিয়ে ধরে টান দিলে কাঁটা ফোটার দারুণ ব্যথা অনুভূত হয়।

হিন্দিতে একে চিড়চিড়ে, চিরচিটা বলা হয়। এর বৈজ্ঞানিক নাম Achyranthes aspera. অর্শরোগ, বমি নিরোধক হিসেবে, শিরা বাতে, খোস চুলকানিতে আপাং-এর লোকজ ব্যবহার সর্বজনসিদ্ধ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫