Logo
×

Follow Us

অন্যান্য

আজ সুখবর পেতে পারেন যারা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০৯:৫৯

আজ সুখবর পেতে পারেন যারা

রাশিফল। ছবি: সংগৃহীত

রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা, নানা মত। এটাকে কেউ বিশ্বাস করেন, আবার কেউ বিশ্বাস করেন না। তবে রাশিফল নিয়ে কৌতূহল রয়েছে প্রায় সবারই।

আজ ১৮ আগস্ট, শুক্রবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলুন জেনে নেয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেমন যাবে আপনার আজকের দিন।

মেষ (২১ মার্চ–২০ এপ্রিল)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। রাজনীতি থেকে দূরে থাকুন।

বৃষ (২১ এপ্রিল–২১ মে)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মিথুন (২২ মে-২১ জুন)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।

কর্কট (২২ জুন-২২ জুলাই) 

বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য স্বীকৃতি পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরে যাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য দিনটি সুসংবাদ বয়ে আনতে চলেছে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। জমিজমা–সংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

শিক্ষার্থীদের কেউ কেউ বিদেশে পড়ালেখার বিষয়ে চূড়ান্ত অনুমোদন পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাওয়া সহজ হবে। দূরের যাত্রা শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। ভাইবোনের সঙ্গে অবনতিশীল সম্পর্কের উন্নতি ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যবসায় আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ নতুন নাটক বা চলিচ্চত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। আর্থিক লেনদেন শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫