Logo
×

Follow Us

অন্যান্য

যাদের জন্য আজকের দিনটি আনন্দময়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৮:৪০

যাদের জন্য আজকের দিনটি আনন্দময়

ফাইল ছবি

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজ শনিবার (২৫ আগস্ট) দিনটি আপনার কেমন যাবে।

মেষ: দারুণ সুযোগ আপনার সামনে আসবে। দূরবর্তী কোনও স্থান থেকে লোভনীয় যোগাযোগ আপনাকে আনন্দ দেবে। বিরোধীদের থেকে সতর্ক থাকতে হবে। তাঁরা আপনাকে ঘনিষ্ঠ বলে মনে করেন। আয় বৃদ্ধি হবে। সেই সঙ্গে বাড়বে প্রত্যাশাও। তাই সব কিছু সহজ করতে হবে। প্রেমের সম্পর্কে ভোগান্তি হতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্কেও ভোগান্তি হবে। 

বৃষ: উচ্চ কর্তৃপক্ষ আপনার উত্তেজনার উৎস হয়ে উঠতে পারেন। শিশুরা এই দিন আনন্দের মুহূর্ত উপহার দিতে পারেন। এই সময় কোনও ধরনের কোনও রকম দ্বন্দ্ব সমস্যা বয়ে আনতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। বুধ আপনাকে এমন অবস্থানে রাখবে, যার জন্য কিছু ঋণ পরিশোধ করতে পারবেন। এই দিন সন্ধ্যায় নিজের এবং সঙ্গীর মধ্যে দূরত্ব ঘুচবে আর ভালবাসায় সময় কাটাতে পারবেন।

মিথুন: ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিলে তা উপযোগী বলে প্রমাণিত হবে। এই দিন সন্তানদের কাছ থেকে অপ্রীতিকর চমক পেতে পারেন। পেটের গোলযোগের কারণে মনে অশান্তি হতে পারে। শেয়ার বাজারের অবস্থা তেমন ভাল থাকবে না। যার জেরে সতর্ক হয়ে ট্রেডিং করতে হবে। প্রেমের সুযোগ আসছে, তাই তা উৎসাহী হয়ে অনুসরণ করতে হবে। 

কর্কট: শ্রী গণেশ বলছেন, এই দিন মনে রাখতে হবে যে, নিজের জন্য পেশাগত ভাবে কোনও একটা মাইলফলক তৈরি করতে হবে। মায়ের সঙ্গে স্নেহপূর্ণ কথোপকথন হতে পারে। কিছু সময় ধরে অস্বস্তি চলার পর এই দিন খুব ভাল বোধ করতে পারেন। তবে অতিরিক্ত কোনও কিছুই করা ঠিক নয়। এটা ব্যবসার জন্য খুবই ভাল দিন। সঙ্গীর সঙ্গে ভালবাসা বজায় থাকবে। একে অপরের খেয়াল রাখতে হবে। এই অনুভূতিতে আনন্দিত হতে পারেন। 

সিংহ: বাড়ির পরিবেশ আনন্দ ও সুখে ভরে উঠবে। অতীত সম্পর্কিত কোনও মেজাজে থাকতে পারেন। পেটের কারণে অস্বস্তির মুখে পড়তে পারেন। নিজের লক্ষ্য পূরণ করা থেকে কেউ আপনাকে ঠেকাতে পারবেন না। নতুন সম্পর্ক শুরু হবে। কোনও কিছু নিয়ে তাড়াহুড়ো করা উচিত নয়। 

কন্যা: নিজের জন্য নিজেকে এই দিন লড়াই করতে হবে। কোথাও থেকে কোনও সাহায্য আসবে না। সারাদিন ক্লান্তির অনুভূতি ছড়িয়ে থাকবে। শরীর যে দারুণ ভাল থাকবে, তা একেবারেই নয়। এই সময়ে এই ধরনের কোনও মেলামেশা আপনাকে আর্থিক ভাবে উপকৃত করবে। অপরিচিতদের সঙ্গে বন্ধুত্ব করার বিষয়ে সন্দেহ থাকতে পারে। উদ্বিগ্ন হওয়া চলবে না। কেউ আপনার প্রস্তাব ফিরিয়ে দেবেন না। সাধনা ত্যাগ করে এগিয়ে যাওয়াই ভাল।

তুলা: অন্যদের প্রতি অভিন্ন আচরণ আপনার সম্পর্কের উপর প্রভাব ফেলবে। মায়ের সঙ্গে স্নেহপূর্ণ কথাবার্তা হতে পারে। কী খাচ্ছেন, সেদিকে নজর দিতে হবে। কারণ এই সময় পেট সংবদেনশীল অবস্থায় থাকতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনার দারুণ আইডিয়া মাথায় আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে যৌন উদাসীনতা প্রেমজীবনে টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। পরিস্থিতি হাতে নিতে হবে। 

বৃশ্চিক: যার সঙ্গেই আলাপ হবে, তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এই দিন অসন্তোষের অনুভূতি মনে থাকতে পারে। মানসিক অশান্তি হতে পারে। ফলে শরীরের এনার্জি তেমন থাকবে না। এই সময় সব কিছুকে সহজ ভাবে নিতে হবে। এই দিন উদ্যম থাকবে তুঙ্গে। নিজেই আনন্দ করতে পারবেন। সঙ্গী যে আপনার মন পড়তে পারবে, সেটা প্রত্যাশা করা উচিত নয়। আত্মসচেতন না হয়ে নিজেকে প্রকাশ করতে হবে। 

ধনু: আপনাকে ভুল বোঝা হতে পারে। সেই কারণে বিচ্ছিন্ন বোধ করতে পারেন। এড়ানো যায় এমন বিতর্কে এই দিন জড়ানো চলবে না। সতর্ক হয়ে ট্রেডিং করতে হবে। নাহলে আঘাত পেতে পারেন। সারা দিন ধরে আর্থিক সুযোগের উন্নতি করার জন্য সব কিছু করতে পারেন। জীবনের বিশেষ দিনের পরিকল্পনা করার জন্য দারুণ সময়। 

মকর: কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

কুম্ভ: সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে।

মীন: ব্যয় বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫