Logo
×

Follow Us

অন্যান্য

কমেছে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১১:২৫

কমেছে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

আবহাওয়া অফিস। ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি আগের দিনের চেয়ে কমেছে। বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের অনেক স্থানে আজ বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলোর কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সার্বিকভাবে বৃষ্টিপাত কমে গেছে। আগামীকাল বৃহস্পতিবারও বৃষ্টি কম থাকবে।

আজ বুধবার (২৮ আগস্ট) এক পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, দেশের অন্যত্র বৃষ্টি আরও কমবে। আগামী শুক্রবার (৩০ আগস্ট) থেকে আবার বৃষ্টি বেড়ে যেতে পারে। বৃষ্টি কমে যাওয়ায় দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানানো হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় নোয়াখালীর মাইজদীকোর্টে—৩৬ মিলিমিটার। এর আগের ২৪ ঘণ্টা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিলো যশোরে—৮৪ মিলিমিটার।

প্রবল বৃষ্টি ও উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা বন্যার কবলে পড়েছে। এসব জেলার অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এই প্রবল বৃষ্টি হয়। মৌসুমি বায়ু এখনো সক্রিয়। তবে লঘুচাপের কারণে দেশের চার বন্দরকে দেওয়া ৩ নম্বর সতর্কসংকেত আজ উঠিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, আগামীকাল বৃহস্পতিবার আরেক লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এর প্রভাব পড়বে অনেক দেরিতে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫