Logo
×

Follow Us

অন্যান্য

অশোক

Icon

ড. আখতারুজ্জামান চৌধুরী

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫০

অশোক

অশোক। ছবি: সংগৃহীত

English name: Ashoka Tree

Scientific name: Saraca indica L.

পরিচিতি

ভারত ও শ্রীলংকায় অশোক প্রথাগত ঐতিহ্যের অংশ এবং পবিত্র বৃক্ষ হিসেবে গণ্য। অনেক হিন্দু-বৌদ্ধ মন্দির আঙিনায় এ গাছ দেখা যায়। মনোমুগ্ধকর ফুলের জন্য খ্যাত। অশোক মাঝারি আকারের চিরহরিৎ বৃক্ষ। ১০ মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। পাতা ১০-২৫ সেন্টিমিটার লম্বা এবং ৫-১০ সেন্টিমিটার চওড়া। ফুল কমলা-হলুদ থেকে লাল। ফল বেশ বড়, পুরু, চাপা, লালচে বাদামি। ফুল-ফল ধারণ: ফেব্রুয়ারি-সেপ্টেম্বর।

আবাসস্থল

সমতল ও পাহাড়ি অঞ্চল। অরণ্যের জলাশয়ের কাছাকাছি জন্মে।

আভ্যন্তরীণ বিস্তৃতি

দেশের বিভিন্ন উদ্যান, অফিস চত্বর ও বাড়ির আঙিনায় লাগানো হয়। বন্য উদ্ভিদরূপে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমিতে দেখা যায়।

বহির্বিশ্বে বিস্তৃতি

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় বিস্তৃত। 

গুরুত্ব ও ঔষধি গুণাগুণ

শোভাবর্ধক বৃক্ষরূপে রোপণ করা হয়। ভেষজ বৃক্ষ হিসেবেও এ বৃক্ষ খুব গুরুত্বপূর্ণ। প্রতি বছর ওষুধশিল্পে প্রচুর পরিমাণ অশোকের বাকল প্রয়োজন হয়। থাইল্যান্ডে ফুল খাওয়া হয়। বাকল অনিয়মিত ঋতুস্রাব, নিউমোনিয়া, পাইলস্ রোগে ব্যবহৃত হয়। ফল সিফিলিস্, ডায়াবেটিস্ ও রক্ত আমাশয় চিকিৎসায় কার্যকর।

বংশবিস্তার

বীজ দ্বারা।

বর্তমান অবস্থা

সংকটাপন্ন নয়।

সংরক্ষণ প্রস্তাবনা

ঔষধি গুণাগুণ, শোভাবর্ধক ও দৃষ্টিনন্দন ফুলের জন্য অফিস চত্বর, শিক্ষাপ্রতিষ্ঠান, পার্ক, উদ্যান প্রভৃতি স্থানে রোপণ করা যায়। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫