
ফাইল ছবি
জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক শনিবার দিনটি আপনার কেমন যাবে।
মেষ: কথাবার্তার সময় সাবধানতা অবলম্বন করুন। অপ্রিয় শব্দ ব্যবহার করবেন না, ক্ষতি হতে পারে। অধিক ব্যয় হতে পারে। যুবকরা ক্যারিয়ার সংক্রান্ত তথ্য পাবেন। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবন সুখে কাটবে।
বৃষ: কোনো কাজের কারণে যাত্রায় যেতে পারেন। বিবাদ হতে পারে। অবসাদ বাড়তে পারে। অধিকাংশ কাজ পূর্ণ হবে। কোনো কাজ এড়িয়ে যাবেন না। বাড়ির কাজের দায়িত্ব থাকবে। চাকরিজীবীদের কাজের চাপ থাকবে। ধর্মীয় কাজে অংশ নেবেন।
মিথুন: বন্ধুদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ পূর্ণ হবে। দাম্পত্য জীবন সুখে কাটবে। ভাষায় নিয়ন্ত্রণ রাখুন। অপ্রয়োজনীয় কাজে ব্যয় করবেন না। আলস্য ত্যাগ করুন।
কর্কট: সমস্যা দূর হবে। স্বাস্থ্য ভালো থাকবে। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। চাকরি পরিবর্তন হতে পারে। বয়স্কদের আশীর্বাদ লাভ করবেন। অচেনা ব্যক্তিদের থেকে সতর্ক থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে ঘুরতে যেতে পারেন।
সিংহ: স্বামী-স্ত্রীর মধ্যে সামঞ্জস্য থাকবে। কাজ পূর্ণ হবে। আশপাশে কোথাও যাত্রায় যেতে পারেন। কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। নিজের ভাষায় নিয়ন্ত্রণ রাখুন। কথাবার্তার সময় রেগে যেতে পারেন। আর্থিক পরিস্থিতি উন্নত হবে।
কন্যা: পারিবারিক সমস্যা দূর হবে। কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করতে পারেন। অফিসে আপনার ব্যবহারে সবাই প্রভাবিত হবে। শত্রুদের থেকে সাবধানে থাকুন। আত্মীয়দের সঙ্গে দেখা হবে। কাজে সাফল্য লাভ করবেন।
তুলা: আইনি বিষয় এগোবে। জরুরি কাজে অন্য শহর যেতে পারেন। কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। অসুস্থ থাকতে পারেন। অধিক ব্যয় হবে। জমি বা সঞ্চয় প্রকল্পে ব্যয় করতে পারেন।
বৃশ্চিক: কাজ অগ্রসর হবে। সাফল্য লাভ করবেন। ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধান হবে। আর্থিক লাভ হবে। কারো সঙ্গে মতভেদ দূর হবে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। সুসংবাদ পেতে পারেন। অধিকাংশ দায়িত্ব পূর্ণ হবে না।
ধনু: দাম্পত্য জীবন সুখে কাটবে। ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধান হবে। খাওয়া-দাওয়ার প্রতি যত্ন নিন। কাজ অগ্রসর হবে। ছাত্ররা বিশেষজ্ঞদের সাহায্য পাবেন। আর্থিক লাভ হবে। ব্যবসা ভালো চলবে। কারও সঙ্গে বিবাদ দূর হবে।
মকর: আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। অচেনা ব্যক্তিদের থেকে সতর্ক থাকুন। ব্যবসায়ীদের কারো সঙ্গে বিবাদ হতে পারে। সরকারি কাজ দীর্ঘায়িত হবে। মতভেদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।
কুম্ভ: ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। চিন্তা-ভাবনা করে লগ্নির প্রস্তাবে সায় দিন। স্বাস্থ্য ভালো থাকবে। পরিবারের কোনো সদস্যের সাহায্য করবেন। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। বয়স্কদের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
মীন: পরিবারের কোনো সদস্যের সঙ্গে বিবাদ দূর হতে পারে। ব্যবসা ভালো চলবে। সামাজিক কাজে অংশ নেবেন। কোনো কাজের কারণে যাত্রায় যেতে পারেন। সাবধানে গাড়ি চালান। আটকে থাকা টাকা আদায় করতে পারবেন। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। চাকরিজীবীরা আনন্দে থাকবে।