Logo
×

Follow Us

অন্যান্য

আমআদা

Icon

আখতারুজ্জামান চৌধুরী

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৯:০৫

আমআদা

আমআদা বীরূৎ উদ্ভিদ। ছবি: সংগৃহীত

আমআদার ইংরেজি নাম- Mango Ginger। বৈজ্ঞানিক নাম- Curcuma amada Roxb.

পরিচিতি: ভেষজ বীরূৎ। পাতা ৫০ সেন্টিমিটার থেকে ১০০ সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ, হলুদের পাতার ন্যায়।

কাণ্ড: সিলিন্ডারাকৃতি, ভেতরে হালকা হলুদ, কাঁচা আমের গন্ধবিশিষ্ট। ফুল দেখতে কচুরিপানার ফুলের অনুরূপ, আকারে ছোট। পাপড়ি সংখ্যায় অনেক, মঞ্জরীর চারপাশে সন্নিবেশিত, সাদাটে বেগুনি। ফল হয় না। 

ফুল ধারণ: জুলাই-সেপ্টেম্বর।

আবাসস্থল: পতিত জমি, ছায়াযুক্ত বনাঞ্চল।

অভ্যন্তরীণ বিস্তৃতি: ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম জেলায় পাওয়া যায়।

বহির্বিশ্বে বিস্তৃতি: ভারত, মায়ানমার ও থাইল্যান্ড।

গুরুত্ব ও ঔষধি গুণাগুণ: আমআদা চুলকানি, বদহজম, ক্ষত, কাশি ও হাড়ের সংযোগ ব্যথা চিকিৎসায় ব্যবহৃত হয়।

বংশবিস্তার: কন্দ বা রাইজোম দ্বারা।

বর্তমান অবস্থা: বিপন্ন প্রজাতির ভেষজ।

সংরক্ষণ প্রস্তাবনা: বিস্তৃতি অঞ্চল ও বিস্তৃতি অঞ্চলের বাইরে সংরক্ষণ করা যেতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫