পরিবেশ সংরক্ষণে জরুরি অবস্থা ঘোষণার সময় এসেছে: শারমীন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ২১:৪৫

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: সংগৃহীত
পরিবেশ অবক্ষয় দেশব্যাপী বিপর্যয় ডেকে এনেছে মন্তব্য করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘পরিবেশ সংরক্ষণে জরুরি অবস্থা ঘোষণার সময় এসেছে।’
তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘রাষ্ট্র ও প্রশাসনকে জনমানুষের কাতারে এসে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়তে হবে। আর তা না হলে এই মহাধ্বংস থামবে না।’
সিলেটে ‘সিলেট অঞ্চলের পরিবেশ বিপর্যয় ও সামাজিক অভিঘাত’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের সভাকক্ষে এই আলোচনাসভার আয়োজন করে ধরিত্রী রক্ষার আমরা (ধরা)।
ধরা সিলেটের আহবায়ক ড. মোস্তফা শাহজামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বিশেষ অতিথি ছিলেন ধরার সম্মানিত আহ্বায়ক রাশেদা কে. চৌধুরী, ধরার উপদেষ্টা ড. জিয়াউদ্দিন আহমেদ এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। প্রধান আলোচক হিসেবে ছিলেন ধরা’র কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল।
সভাটি সঞ্চালনা করেন (ধরা) সিলেটের সদস্যসচিব আব্দুল করিম কিম।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, ‘পরিবেশ অবক্ষয় দেশব্যাপী এখন চরম বিপর্যয় ডেকে এনেছে। যেভাবে নদ-নদী, বনাঞ্চল ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের হার বৃদ্ধি পাচ্ছে, তাতে নির্ঘাত পরিবেশ সংরক্ষণে জরুরি অবস্থা ঘোষণার সময় এসেছে।’
তিনি তরুণদের আহ্বান জানিয়ে বলেন, ‘যে দেশের তরুণ সমাজ দীর্ঘ অন্যায়ের বিরুদ্ধে, যারা দেশকে ঐক্যবদ্ধ করেছে সেই তরুণদের পরিবেশ ও মানবাধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধ করে আরেকটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। রাষ্ট্র ও প্রশাসনকে জনমানুষের কাতারে এসে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়তে হবে। তা না হলে এই মহাধ্বংস থামবে না।’