Logo
×

Follow Us

অন্যান্য

ফেরি চলাচল সাময়িক বন্ধের নির্দেশ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ মে ২০২০, ১৮:১৬

ফেরি চলাচল সাময়িক বন্ধের নির্দেশ

ঘূর্ণিঝড় আমফানের কারণে সাময়িক সময়ের জন্য দেশের বিভিন্ন নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ী, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর, ভেদুরিয়া-লাহারহাটে নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ থাকবে।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকলেও আজ মঙ্গলবার সকালে পদ্মা নদী পারাপারের জন্য ঘরমুখো হাজার হাজার মানুষ মাওয়া ফেরি টার্মিনালে অপেক্ষা করছেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সরকারঘোষিত চলাচলে বিধিনিষেধকে উপক্ষো করে এবং ভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঠালবাড়ি এবং মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে হাজার হাজার মানুষ বাড়ি ফেরা শুরু করেছেন।

এদিকে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে লোকজনকে বাড়ি ফেরা ঠেকাতে সোমবার বিকেল ৩টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

অন্যদিকে, বিআইডব্লিউটিএ মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া রুটে প্রায় ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় শত শত গাড়ি ও মানুষ টার্মিনালে আটকা পড়লে গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল পুনরায় চালু করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫