Logo
×

Follow Us

অন্যান্য

বনজ বৃক্ষ কাউটো বাটনা

Icon

ড. আখতারুজ্জামান চৌধুরী

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১০:৪৫

বনজ বৃক্ষ কাউটো বাটনা

বনজ বৃক্ষ কাউটো বাটনা। ছবি: সাম্প্রতিক দেশকাল

বনজ বৃক্ষ কাউটো বাটনা। পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে এদের দেখা পাওয়া যায়।

পরিচিতি: বনজ বৃক্ষ, ভারী কাঠের গাছ। পাতাঝরা, মধ্যম আকারের, উচ্চতা ২৫-৩০ মিটার পর্যন্ত। বাকল ধূসর, খস্খসে ও শক্ত। পাতা ১০-২০ সেন্টিমিটার লম্বা এবং ৮-১৫ সেন্টিমিটার চওড়া, আয়তাকার, প্রান্ত আংশিক তরঙ্গায়িত, অগ্রভাগ সরু। ফুল মঞ্জরিদণ্ডে একক বা গুচ্ছাকারে ফোটে। ফল, রোমশ। ফুল-ফল ধারণ: মে-জুন।

আবাসস্থল: চিরসবুজ জঙ্গলের উর্বর মাটি।

অভ্যন্তরীণ বিস্তৃতি: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলায় বিস্তৃত।

বহির্বিশ্বে বিস্তৃতি: শুধু মায়ানমারে বিস্তৃতির তথ্য জানা যায়।

গুরুত্ব ও ঔষধি গুণাগুণ: কাঠ খুব শক্ত, বিভিন্ন ধরনের কাঠের উপকরণ ও আসবাবপত্র নির্মাণ করা হয়। 

বংশবিস্তার: বীজ দ্বারা।

বর্তমান অবস্থা: সংকটাপন্ন প্রজাতি।

সংরক্ষণ প্রস্তাবনা: আবাসস্থল ধ্বংসের ফলে বৃক্ষটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। জরুরি ভিত্তিতে সংরক্ষণ প্রয়োজন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫