Logo
×

Follow Us

অন্যান্য

ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক উৎসবের আবহ

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৬

ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক উৎসবের আবহ

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এবারের নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। গণতান্ত্রিক উৎসবের এই আবহ একদিকে যেমন শিক্ষার্থীদের রাজনৈতিক চেতনার জাগরণ প্রমাণ করে, অন্যদিকে গণতান্ত্রিক প্রক্রিয়া সুস্থভাবে টিকিয়ে রাখার শক্ত ভিতও তৈরি করে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অংশগ্রহণ ও ভোট প্রদানের দৃশ্য আমাদের আশা জাগিয়েছে। যদিও প্রশাসনিক কিছু অসংগতি ও সমন্বয়ের ঘাটতি ছিল, তবে শিক্ষার্থীরা তা সুশৃঙ্খল অংশগ্রহণের মাধ্যমে ঢেকে দিয়েছেন। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও কোনো অঘটন ঘটেনি। বরং সারা দিন ছিল এক উৎসবমুখর পরিবেশ, যা প্রশাসনের জন্যও প্রশংসনীয় অর্জন।

নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি নির্বাচিত হয়েছেন আবু সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মো. মহিউদ্দীন খান। এই ফলাফল প্রমাণ করে, শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী স্বাধীনভাবে রায় দিয়েছেন।

তবে প্রশাসনিক প্রস্তুতির ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে। সবচেয়ে আলোচিত বিষয় ছিল পোলিং অফিসার নিয়োগে অস্বচ্ছতা। অভিযোগ উঠেছে, অফিসারদের পর্যাপ্ত প্রশিক্ষণ ছিল না, ফলে কোথাও প্রার্থীকে ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, কোথাও দেওয়া হয়নি; কোথাও ভোটারদের সিøপ বহনের অনুমতি ছিল, কোথাও ছিল না। 

আরেকটি দিক হলো, প্রার্থীদের পোলিং এজেন্ট অনুমোদনে বৈষম্যের অভিযোগ। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন। এ ছাড়া বিপুলসংখ্যক ভোটার সামলানোর জন্য পর্যাপ্ত লোকবল ছিল না। 

এসব সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন, এটাই বড় সাফল্য। আমরা আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সুষ্ঠু নির্বাচনের যে পথ দেখালেন জাতীয় সংসদ নির্বাচনে এই ধারা অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫