Logo
×

Follow Us

অন্যান্য

পুলিশ ক্লিয়ারেন্স সনদ পেতে পারেন ঘরে বসেই

Icon

লোকমান হাওলাদার

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৫:১৩

পুলিশ ক্লিয়ারেন্স সনদ পেতে পারেন ঘরে বসেই

পুলিশ ক্লিয়ারেন্স সনদ পেতে এখন পুলিশের কোনো কার্যালয়, থানা বা দালালের কাছে যেতে হচ্ছে না। অনলাইনে আবেদন করে কুরিয়ার সার্ভিসে ঘরে বসেই এ সেবা পাচ্ছেন নাগরিকরা।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাধারণত ভিসা, বিদেশে চাকরি, অভিবাসন বা সরকারি-বেসরকারি কাজে প্রয়োজন হয়। এটি পুলিশ কর্তৃক প্রদত্ত একটি সার্টিফিকেট, যা আবেদনকারীর অপরাধমূলক কোনো রেকর্ড নেই এমন তথ্য প্রদান করে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যা দেশের অভ্যন্তরে কিংবা বিদেশে বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়। এটি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিশেষ করে পুলিশ কর্তৃক প্রদান করা হয়। বিদেশি নাগরিকরা অথবা দেশের নাগরিকরা বিদেশে বসবাস বা চাকরি করতে চাইলে অথবা কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করতে গেলে এই সার্টিফিকেট দরকার পড়ে। দেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক যারা বিদেশে চাকরি বা অভিবাসনের জন্য এই সার্টিফিকেট চাইতে পারেন, বিদেশি নাগরিক যারা বাংলাদেশে কিছু কাজ বা ভিসার জন্য এই ক্লিয়ারেন্স চাইতে পারেন এবং বাংলাদেশি নাগরিক যারা বিদেশে অবস্থান করছেন, তাদের স্থানীয় পুলিশ স্টেশন থেকে অথবা দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশের নাগরিকরা পিসিসি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারেন। যারা অনলাইনে আবেদন করতে পারছেন না, তারা দেশের স্থানীয় থানায় গিয়ে বা জেলা রেঞ্জ অফিসে গিয়ে আবেদন করতে পারেন। এখানে তারা আবেদন ফরম পূরণ করে, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করবেন। যদি আবেদনকারী বিদেশে থাকেন, তবে আবেদনকারীকে দূতাবাস থেকে অ্যাটেস্টেশন সংগ্রহ করতে হতে পারে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদনকারীকে ৫০০ টাকার একটি নির্দিষ্ট ফি প্রদান করতে হয়, যা ওয়েবসাইটে দেওয়া থাকে। সাধারণত ফি পরিশোধের পর আবেদনকারীর ক্লিয়ারেন্স সার্টিফিকেট নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তুত হয়। সময়কাল নির্ভর করে আবেদনের ধরনের ওপর, তবে সাধারণত ৭-১৪ কার্যদিবস লাগে।

যারা বিদেশে আছেন, তারা তাদের দেশের দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন করতে পারেন। কিছু দূতাবাস সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করে না, তবে তারা আবেদনকারীর তথ্য যাচাই এবং প্রক্রিয়া সহজ করতে সাহায্য করে থাকে। এ ছাড়া বিদেশে থাকলে আবেদনকারীদের কাছ থেকে তাদের প্রতিনিধি বা নিকটাত্মীয়ের মাধ্যমে বাংলাদেশে আবেদন প্রক্রিয়া চালানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হতে পারে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন জমা দেওয়ার পর আবেদনকারীরা অনলাইনে নিজেদের আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রতিটি আবেদন সাবমিট করার পর পোর্টালে স্ট্যাটাস ট্র্যাক করা যায়, যাতে আবেদনকারী নিজে জানেন তাদের সার্টিফিকেট তৈরি হয়েছে কি না। 

আবেদনকারীদের আবেদন করার পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি নিশ্চিত করতে হবে। যেকোনো ধরনের বিভ্রান্তি থেকে দূরে থাকতে আবেদনকারীরা অফিশিয়াল পোর্টাল এবং নথির দিকে নজর দেবেন। বিদেশে অবস্থানকারী আবেদনকারীরা অবশ্যই তাদের স্থানীয় দূতাবাস বা কনস্যুলেটের নিয়মাবলি অনুসরণ করবেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যা বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমে ব্যবহৃত হয়। এটি নেওয়ার জন্য সঠিক নিয়ম অনুসরণ করে সময়মতো আবেদন জমা দেওয়া জরুরি। বিশেষত, বিদেশে থাকলে বিভিন্ন কনস্যুলেট অথবা দূতাবাসের মাধ্যমে সহজভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫