Logo
×

Follow Us

বিনোদন

‘চুক্তিবদ্ধ সিনেমা থেকে বাদ পড়তে হয়েছে’

Icon

এন আই বুলবুল

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৩:৩২

‘চুক্তিবদ্ধ সিনেমা থেকে  বাদ পড়তে হয়েছে’

অভিনেত্রী সোনিয়া

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনিয়া। ‘মাস্তান রাজা’ সিনেমায় শিশুশিল্পী চরিত্রে প্রথমবার সিনেপর্দায় আসেন তিনি। এরপর নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘প্রেম শক্তি’ সিনেমায় নায়িকা চরিত্রে দর্শকের মনে দাগ কাটেন। ক্যারিয়ারে প্রায় ৫০টির মতো সিনেমায় অভিনয় করেন এই নায়িকা। ক্যারিয়ারের মাঝপথেই তিনি সিনেমা থেকে সরে দাঁড়ান। বর্তমানে লন্ডনেই স্থায়ীভাবে বাস করছেন সোনিয়া। সেখান থেকেই সাম্প্রতিক দেশকালের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন এন আই বুলবুল...


দুই যুগের বেশি চলচ্চিত্রের সঙ্গে নেই। ফেলে আসা দিনগুলো কি মনে পড়ে?

সিনেমার মধ্য দিয়ে দর্শকের যে ভালোবাসা পেয়েছি, সেটা ভুলে যাওয়ার মতো নয়। এখনো অনেকে আমাকে দেখলে বিভিন্ন সিনেমার কথা বলেন। সিনেমার সেই দিনগুলোর কথা মনে পড়ে। কিন্তু পরিস্থিতি আমাকে এমন পর্যায়ে নিয়ে এসেছিল যে সিনেমা ছেড়ে এখানে আসতে হয়েছে। ২০০৪ সাল থেকে আমি সিনেমায় আর নেই।

আপনার মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা কোনটি ছিল?

আমার অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ছিল ‘বউ-শাশুড়ির যুদ্ধ’। এরপর আর কোনো সিনেমায় কাজ করিনি। দু-তিনটি সিনেমার কাজ অসমাপ্ত ছিল। আমি নির্মাতাদের সে সময়ে বলেছি, সিনেমার কাজগুলো দ্রুত শেষ করতে। কিন্তু তারা কাজ শেষ করেননি।

সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কি সঠিক ছিল?

আমার সমসাময়িক যারা অভিনয় করেছেন তারা কেউ এখন আর নেই। এ কারণে মনে হয় সিদ্ধান্তটি ভুল ছিল না। আমি কাজ করলে একটা সময়ে এসে বড় বোন, ভাবি বা অন্য চরিত্রে কাজ করতে হতো। কিন্তু আমি নায়িকা চরিত্রের বাইরে সেগুলোতে আগ্রহী নই।

বেশ কিছু সিনেমায় একক নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। সালমান শাহ থেকে শুরু করে সে সময়ের জনপ্রিয় নায়কদের বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছেন। এর পরও একক নায়িকা হিসেবে সমসাময়িক অনেকের চেয়ে পিছিয়ে ছিলেন কেন?

জনপ্রিয় অভিনেতা রিয়াজের প্রথম সিনেমা আমার সঙ্গে ছিল। আমি দ্বিতীয় সিনেমা ওমর সানী ভাইয়ের সঙ্গে করেছি। এ ছাড়া নায়করাজ রাজ্জাকের হাত ধরেই আমি নায়িকা হয়েছি। সেগুলোর দিকে তাকালে সিনেমায় আমার অবস্থান আরো শক্ত হওয়ার কথা ছিল। কিন্তু সেটি হয়নি। সে সময়ে আমার বয়স ছিল কম। আমার সঙ্গে অনেক পলিটিক্স করা হয়েছে। সেগুলো তখন বুঝতে পারিনি। এখন মনে পড়লে বুঝতে পারি কতটা পলিটিক্সের মধ্য দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে।

কী ধরনের ফিল্ম পলিটিক্স করা হয়েছে?

আমার সাইন করা সিনেমায় অন্য নায়িকা কাজ করেছেন। চুক্তিবদ্ধ সিনেমা থেকে আমাকে বাদ পড়তে হয়েছে। একটি সিনেমার কথা বলি, সে সিনেমায় ওমর সানী-মোৗসুমী আপা শুটিং করছেন। দুই দিন পর আমার শুটিং করার কথা ছিল। আমি চুক্তিবদ্ধও ছিলাম। কিন্তু শুটিংয়ের আগের রাতে জানতে পারি আমাকে বাদ দেওয়া হয়েছে। শাবনূরের সঙ্গে একটি সিনেমা থেকে আমার সংলাপ ও গান বাদ দেওয়া হয়েছে। এমন আরো অনেক কিছু আমার সঙ্গে ঘটেছে। আরো একটি সিনেমায় আমাকে নেতিবাচক চরিত্রে দেখানো হয়েছে। এটাকেই ফিল্ম পলিটিক্স বলে, তখন জানতাম না।

সালমান শাহ অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমায় আপনিও ছিলেন। তাকে নিয়ে কিছু বলুন?

সালমানের সঙ্গে কাজের সূত্রে আমার বেশ সখ্যতা ছিল। ওর সঙ্গে কেউ রাগ করে থাকবে, সে সুযোগ ছিল না। খুব মিশুক ও আবেগী ছিল সালমান। সহজে যে কাউকে আপন করে নেওয়ার সক্ষমতা ছিল তার। ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার ‘নীল সাগর পার হয়’ গানটি আমরা চার রাত শুটিং করেছি। এর মধ্যে আমি তিন রাত তার সঙ্গে জেগে থেকে শুটিংয়ে অংশ নিয়েছি। সে সময় সারা রাত শুটিংয়ের বাইরে সালমান সবাইকে মাতিয়ে রাখতেন। আমার কাছে সালমান দারুণ একজন মানুষ ছিলেন। ‘স্বপ্নের ঠিকানা’র পর সালমানের সঙ্গে আরো একটি সিনেমায় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলাম। দুই-এক দিন শুটিংও করেছি। কিন্তু তার মৃত্যুর পর সিনেমাটি আর হয়নি।

কত বছর বয়সে সিনেমার সঙ্গে যুক্ত হয়েছিলেন?

আমি যখন ‘মাস্তান রাজা’ সিনেমার শুটিং করি তখন দশম শ্রেণিতে ছিলাম। এ সিনেমার শুটিংয়ের পর আমি কাজ না করার সিদ্ধান্ত নিই। তখন আমার এসএসসি পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এর পরই ‘প্রেম শক্তি’ সিনেমার জন্য ডাক পাই। অডিশনের মধ্য দিয়েই আমি এ সিনেমায় সুযোগ পাই।

শাবানার শিশু চরিত্রে প্রথম সিনেমায় অভিনয় করেন। এরপর তার সঙ্গে আরো কয়েকটি সিনেমায় দেখা গেছে। তার সঙ্গে কেমন সম্পর্ক ছিল?

শাবানা আপা আমাকে খুব আদর করতেন। মেকআপ রুমে আমি আপাকে মাঝেমধ্যে সাজিয়ে দিতাম। শুধু শাবানা আপা নন, জসিম ভাইও আমাকে ভীষণ আদর ও স্নেহ করতেন। ভাইয়ের হাউস থেকেই আমার সিনেমার যাত্রা শুরু হয়। তাদের প্রোডাকশনের আরো কয়েকটি সিনেমায় কাজ করেছি। কোনো সিনেমার পেমেন্টের জন্য আমাকে বলতে হয়নি। জসিম ভাই লোক মারফত আমার বাসায় পাঠিয়ে দিতেন।

আপনাকে ধন্যবাদ

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫