Logo
×

Follow Us

অন্যান্য

ক্লাবগুলোর সঙ্গে অভিমান নেই : দীপন

Icon

হিমু আক্তারকে

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:৩৯

ক্লাবগুলোর সঙ্গে অভিমান নেই : দীপন

সিসিডিএমের চেয়ারম্যান আদনান রহমান দীপন

বিসিবি নির্বাচনের পর ঢাকার ক্লাবগুলোর মুখ ফিরিয়ে নেওয়ার প্রেক্ষাপটে ঘরোয়া ক্রিকেটে প্রাণ ফেরাতে কাজ করছেন সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) নতুন চেয়ারম্যান আদনান রহমান দীপন। নির্বাচনের পর এক মাসের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ মোকাবিলা ও ক্লাব সংগঠকদের প্রতি তার বার্তা তুলে ধরেছেন তিনি। দেশকাল নিউজের হিমু আক্তারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন তিনি।  

নির্বাচিত হয়ে আসার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঘরোয়া ক্রিকেট ফেরানো। এই চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করছেন?

এটা সত্যি যে, আমাদের এসেই একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। সেটা সবাই দেখেছে। আশা করি, সব কাটিয়ে উঠব। ৫-৬ নভেম্বর প্রথম বিভাগের দলবদল। এরপর ১৮ তারিখ থেকে লিগ শুরু এবং দলগুলোও অংশ নেবে লিগে। আমাদের সব দূরত্ব মিটে যাবে বলে আমি আত্মবিশ্বাসী।

ক্লাবগুলোর প্রতিনিধির সঙ্গে দূরত্ব মেটাতে বিশেষ কোনো উদ্যোগ নিয়েছেন?

আমি অনেক দলের সঙ্গে নিজেই কথা বলেছি। বলা চলে, সব ক্লাবের সঙ্গেই আলোচনা করেছি। বাইরে থেকে আমিও নানা রকম কথা শুনেছি, আপনারাও শুনছেন। তবে অফিশিয়ালি এমন কিছু শুনিনি বা সরাসরি কোনো ক্লাব আমাকে বলেনি যে, খেলবে না। আমি যতটুকু জানি, সবাই নিজেদের মতো দল গোছাচ্ছে, সবাই খেলবে।

এরই মধ্যে এনসিএল ফিরেছে। ১৮ নভেম্বর লিগ শুরুর ব্যাপারে কতটা আশাবাদী?

লিগ পেছানোর কোনো সম্ভাবনাই নেই। সিসিডিএম যে সময় বেঁধে দিয়েছে, সেই সময়ের মধ্যে লিগ হবে। দলবদলও যে সময় দেওয়া হয়েছে তখনই হবে। পেছানোর কোনো সুযোগ নেই। ঘরোয়া লিগ মাঠে গড়ানো নিয়ে আমি যেমন আত্মবিশ্বাসী, তেমনি আমাদের সভাপতি ও বোর্ড পরিচালকরা সবাই আত্মবিশ্বাসী যে, খেলা হবেই। সব জটিলতা কাটিয়ে মাঠে খেলা ফিরবে, এটাই আমাদের প্রত্যাশা।

নির্বাচনকে কেন্দ্র করে ক্লাব বনাম বিসিবির যে দূরত্ব শুরু হলো, এটা কীভাবে দেখছেন?

আমি বারবার একটা কথা বলব, ক্লাবগুলো তো খেলার জন্য। এখানে নির্বাচনের সঙ্গে ক্লাবের সংযুক্তির কারণে কোনো ইস্যু তৈরি করাটা কতটা যুক্তিযুক্ত, আমি জানি না। কারণ যে কেউই নির্বাচন করতে পারে। কেউ এখানে জিতবে, কেউ হারবে-এখানে তো নির্বাচনের সঙ্গে খেলার সম্পর্ক নেই। আর আমিও বিশ্বাস করি, ক্লাবগুলো খেলতে চায়। দুই-তিনজন ক্লাব অফিশিয়ালের মন খারাপ বা অভিমান থাকতে পারে। এটা একটা আলাদা বিষয়। এখানে এটার সঙ্গে খেলাকে জড়ানো উচিত নয়। আমার ব্যক্তিগত মতামত, খেলাটাকে খেলার জায়গায় রাখা উচিত। কারণ খেলাধুলা আছে বলেই তো আমরা সবাই আছি।

সিসিডিএম ও দেশের ঘরোয়া লিগের উন্নয়নের জন্য ভাঙন ধরা ক্লাবগুলোর কর্তাদের উদ্দেশে কোনো বার্তা আছে কিনা...

আমি সব সময় একটা কথা বলি, ক্লাব-সংগঠক-বোর্ড অফিশিয়াল সবাই সবার ভাই-বন্ধু। আমরা অনেক সময় ধরে একসঙ্গে কাজ করছি। একটা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। অথবা একটু দূরত্ব তৈরি হতে পারে। দিনশেষে আমরা সবাই খেলাটাকে ভালোবাসি। তাই সবার প্রতি একটাই অনুরোধ, সব ভুলে আমরা খেলাটাকেই প্রাধান্য দিই। মাঠে আসুন, খেলা হোক, নির্বাচন আলাদা জিনিস। আমি সবাইকে অনুরোধ করছি, খেলাটাকে সবাই মিলে এগিয়ে নিই। ক্লাবগুলো যেন মাঠে থাকে। দিন শেষে খেলাকে কেন্দ্র করে আমরা সবাই এক বিন্দুতে।

সম্প্রতি খেলার মাঠে বেশ কিছু অসুস্থতার ঘটনা ঘটেছে। মাঠে জরুরি সেবা বাড়ানোর ব্যাপারে পরিকল্পনা কী? 

এটা একটা দুশ্চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা নিয়ে আলোচনা এরই মধ্যে শুরু হয়েছে, এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখছি। আমাদের মেডিক্যাল বিভাগও খুব গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে এটা নিয়ে। পরবর্তী বোর্ড মিটিংয়ে মেডিক্যাল বিভাগের কমিটি কিছু প্রস্তাবও দেবে। দেশের ৬৪ জেলাতেই এটা নিয়েই আলোচনা হচ্ছে। সভাপতি চাচ্ছেন, ৬৪ জেলাতেই খেলা হোক। খেলা শুরু হলে তো মেডিক্যাল সাপোর্ট লাগবেই। এটা নিয়ে সভাপতি নিজেই গুরুত্ব দিয়ে দেখছেন। আগের মেডিক্যাল বিভাগ কীভাবে কাজ করেছে, জানি না। তবে এই বোর্ড চেষ্টা করবে খুব ভালোভাবে এটাকে গুছিয়ে নিতে। আগামী বোর্ড মিটিংয়ের পর পুরোপুরি ফিক্সড হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫