Logo
×

Follow Us

অন্যান্য

বিশ্ব করোনামুক্ত হওয়ার দিনক্ষণ জানালেন বিজ্ঞানীরা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ মে ২০২০, ১৪:১৬

বিশ্ব করোনামুক্ত হওয়ার দিনক্ষণ জানালেন বিজ্ঞানীরা

প্রাণঘাতী করোনভাইরাস বিষয়ে বিশ্ববাসীর জন্য এবার সুখবর দিলেন সিঙ্গাপুরের একদল গবেষক। তারা জানিয়ে দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ কবে নাগাদ করোনামুমক্ত হবে।

সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক দল জানায়, জটিল এক মডেল ব্যবহার করে তারা এই পূর্বাভাস দিচ্ছেন।

তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন তাদের অনুমান পুরোপুরি নিশ্চিত নয়। সময়ের সঙ্গে এটি পরিবর্তিত হতে পারে।

গবেষকদের দাবি করছে, আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে করোনামুক্ত হবে যুক্তরাজ্য। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আগামী ১১ নভেম্বরের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের অবসান ঘটবে।

পূর্বাভাসে আরো বলা হয়, আগামী ১৯ শে জুলাইয়ের তারিখে সিঙ্গাপুর করোনা থেকে মুক্তি পাবে। আর ১২ই আগস্টের মধ্যে ইতালি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে করোনা ভাইরাস।

এ গবেষণার বিষয়ে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজির পক্ষ থেকে বলা হয়, পূর্বাভাস প্রকৃতিগতভাবেই অনিশ্চিত।

পাঠকদের উচিৎ হবে সতর্কতার সঙ্গে এটি গ্রহণ করা। কিছু পূর্বাভাসের ওপর ভিত্তি করে অতি আশাবাদী হওয়া বিপজ্জনক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫