
রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা, নানা মত। এটাকে কেউ বিশ্বাস করেন, আবার কেউ বিশ্বাস করেন না। তবে তর্ক বিতর্ককে দূরে রেখে চলুন জেনে নিই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেমন যাবে আপনার আজকের (৩১ মে) দিন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সংসারে শান্তি। আর্থিক দিক ভালো যাবে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। পাওনা টাকা আদায়ে তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। বাইরে গেলে সাবধানতা ও সতর্কতা মেনে চলুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সংসারে বিড়ম্বনা। আজ গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করার চেষ্টা করুন। অপরের সঙ্গে সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। দূরে কোথাও যাত্রা হতে পারে। আইনি ঝামেলা থেকে নিজেকে বিরত রাখুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। ব্যবসায়ে লাভের যোগ রয়েছে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনো সৎ লোকের পরামর্শে উপকৃত হতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পেতে পারেন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ বাড়তে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বিনিয়োগের ক্ষেত্রে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কোনো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। বিদ্যার্থীরা পড়াশোনায় অধিকতর মনোযোগী হলে ভালো করবেন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পথ চলাচলে অধিকতর সতর্ক হোন। অহেতুক উত্তেজনা পরিহার করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ছোটো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের কাজে লাগতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন। মাতৃস্বাস্থ্য ভালো থাকবে।