Logo
×

Follow Us

অন্যান্য

আড়াই লাখ টাকায় ‘যিশুখ্রিস্টের জুতা’ বিক্রয়

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯, ১৪:৪৯

আড়াই লাখ টাকায় ‘যিশুখ্রিস্টের জুতা’ বিক্রয়

ছবি: সংগৃহীত

ব্রুকলিনভিত্তিক একটি প্রোডাক্ট ডিজাইন কোম্পানি যিশুখ্রিস্টের নামে জুতা বাজারে এনেছে। তবে জেসাস শুজ নামে স্নিকার্সটি বাজারে আসার সঙ্গে সঙ্গেই স্টক আউট হয়ে গেছে। 

মূলত জুতা প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান নাইকির ‘এয়ার ম্যাক্স নাইন্টি সেভেন’ স্নিকারকে নিজের মতো করে বদলে নিয়েছে প্রোডাক্ট ডিজাইন কোম্পানি এমএসসিএইচএফ।

বুধবার ডেইলি মেইল জানায়, বাইবেলে উল্লেখিত যিশুখ্রিস্টের স্মৃতি বিজড়িত জর্ডান নদীর পানি ভরা আছে নাইকির এই স্নিকারে। জুতোর সোলের অংশে ভেসে রয়েছে এই পানি।

আলোচিত এই জুতা বিক্রি হচ্ছে ৩ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা আড়াই লাখেরও বেশি টাকা। মাত্র দুই ডজনের কম এই জুতা বাজারে ছাড়া হয়। তবে কয়েক মিনিটের মধ্যে সব জোড়াই বিক্রি হয়ে যায়।

এই জুতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, এতে বাইবেলের ম্যাথুভার্স ১৪:২৫ এর ঘটনাটি উল্লেখ রয়েছে, যেটি মূলত পানির ওপর দিয়ে যিশুর হাঁটার বিবরণ। এ ছাড়া যিশুর ত্যাগকে উপস্থাপন করার জন্য এক ফোঁটা রক্তও রয়েছে জুতোর এক পাশে।

জুতাটির সোলটি সুগন্ধিযুক্ত বলে জানা গেছে। এটির সামনের দিকে রয়েছে জরির মধ্য দিয়ে ক্রুশবিদ্ধ যিশুর একটি চিহ্নও। এ ছাড়া প্রতিটি জুতার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একজন পাদ্রীর আশীর্বাদ। 

প্রোডাক্ট ডিজাইন কোম্পানিটি জানিয়েছে, সমাজের ‘অ্যাবসার্ড কলাবুরেশন কালচারকে’ উপহাসের করতে এই জুতার এমন ধর্মীয় ডিজাইন করা হয়েছে।

এমএসসিএইচএফ জানায়, এই জুতার নকশার সঙ্গে নাইকির কোনো সম্পৃক্ততা নেই। ভবিষ্যতে এই জুতা বাজারে আনারও আর কোনো পরিকল্পনা নেই।

তবে এই জুতাকে ঘিরে বিপুল আগ্রহ সৃষ্টি হওয়ায়  এই বিশেষ জুতোর ‘দ্বিতীয় আগমনের’ ইঙ্গিতও দিয়েছেন এমএসসিএইচএফ-এর সিইও গ্যাব্রিয়েল হোয়ালি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫