Logo
×

Follow Us

অন্যান্য

জিপিএফ অর্থ চূড়ান্ত উত্তোলনে অথরিটি জারির আবেদনপত্র

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১৬:৪৫

জিপিএফ অর্থ চূড়ান্ত উত্তোলনে অথরিটি জারির আবেদনপত্র

ভবিষ্য তহবিল হিসাব নম্বরঃ শিক্ষা/২৭৩৬৮ এর খাতে জমাকৃত সমুদয় অর্থ চূড়ান্ত উত্তোলন করতে পারি তার জন্য ভবিষ্য তহবিলে চূড়ান্ত পাওনা পরিশােধের অথরিটি/ অনুমতি প্রদান করতে আপনার সদয় মর্জি হয় মর্মে আবেদনপত্র নিম্নরূপ-

প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়
৪৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০

বিষয়ঃ জনাব মােঃ আয়েত আলী, প্রােগ্রামার এর ভবিষ্য তহবিল হিসাব নম্বরঃ শিক্ষা/২৭৩৬৮ এর খাতে জমাকৃত সমুদয় অর্থ চূড়ান্ত উত্তোলন করার জন্য অথরিটি অনুমােদন প্রদান প্রসঙ্গে।

মাধ্যম ও যথাযথ কর্তৃপক্ষ।

সবিনয় নিবেদন এই যে, আমি প্রােগ্রামার মােঃ আয়েত আলী গত ৩০/০৬/২০২১ তারিখ হতে অবসরােত্তর ছুটি (পিআরএল) ভােগ করিতেছি। আমি আমার স্বীয় ভবিষ্য তহবিল হিসাব নম্বরঃ শিক্ষা/২৭৩৬৮ এর খাতে জমাকৃত সমুদয় অর্থ চূড়ান্ত উত্তোলন করতে ইচ্ছুক। উল্লেখ্য আমি জুন ২০২১ পর্যন্ত ভবিষ্য তহবিলে ১০,০০০/- হারে চাঁদা কর্তন করেছি।

অতএব, মহােদয় আমি যাতে আমার স্বকীয় ভবিষ্য তহবিল হিসাব নম্বরঃ শিক্ষা/২৭৩৬৮ এর খাতে জমাকৃত সমুদয় অর্থ চূড়ান্ত উত্তোলন করতে পারি তার জন্য ভবিষ্য তহবিলে চূড়ান্ত পাওনা পরিশােধের অথরিটি/ অনুমতি প্রদান করতে আপনার সদয় মর্জি হয়। 

সংযুক্তিঃ
১। সাদা কাগজে আবেদনপত্র-২কপি
২। ভবিষ্য তহবিলের অর্থ উত্তোলনের জন্য নির্ধারিত (৬৬৩) ফরমে আবেদন (মূল ও ফটোকপি)
৩। জিপিএফ শিপ (মূল ও ফটোকপি) -২কপি -২কপি
৪। অবসরােত্তর ছুটি (পিআরএল) ও শ্রিান্ড মঞ্জুর আদেশ-২কপি

(মােঃ আয়েত আলী)
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) 
গ্রাফিক আর্টস ইনস্টিটিউট 
সাত মসজিদ রােড, ঢাকা-১২০৭।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫