
অধিকাংশ দেশে গাঁজাকে ‘ক্ষতিকর মাদকের’ তালিকায় ফেলা হলেও, বাড়িতে স্বল্প পরিসরে গাঁজা চাষ করার অনুমতি দিয়েছে ইতালির সুপ্রিম কোর্ট।
গত ১৯ ডিসেম্বর বিতর্কিত এই ইস্যু নিয়ে দেশটির আদালত চূড়ান্ত রায় ঘোষণা করে। কিন্তু বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় পত্রিকায় এ বিষয়ে নিউজ হওয়ার পর আলোচনার ঝড় ওঠে।
ইতালির রক্ষণশীল রাজনীতিবিদরা গাঁজার বিরুদ্ধে কথা বলেছেন। দেশটির ডানপন্থী দলের নেতা মাত্তেও সিলভানি বলেন, ‘মাদক ক্ষতিকর। এর চাষ এবং কেনা-বেচা বন্ধ করতে হবে।’
ইতালির আদালত বলছে, ‘বিশেষ প্রয়োজনে কেউ চাইলে বাড়িতে অল্প জায়গায় গাঁজা চাষ করতে পারবেন। বাণিজ্যিক উদ্দেশ্যে করা যাবে না।’
অনেক দেশেই সাধারণ মানুষকে এর থেকে দূরে রাখতে বাধানিষেধ আরোপ করা হয়। কয়েকটি দেশে আবার এর ব্যবহারে কোনো বাধা নিষেধ নেই। অনেকেই দাবি করে থাকেন, অন্য মাদকের মতো গাঁজা অতোটা ক্ষতিকর নয়।