জিপিএফ-সিপিএফ: সরকারি কর্মচারীদের নতুন সুদের হার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ২১:০৫

বাংলাদেশ সরকার লোগো।
সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ধারাবাহিকতায় সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্য তহবিলে (সিপিএফ) টাকা রাখার বিপরীতে দেওয়া সুদের হারও কমল। জিপিএফ-সিপিএফে টাকা রাখলে সরকারি কর্মচারীরা এত দিন সুদ পেতেন ১৩ শতাংশ হারে। এখন সুদ পাবেন ১১ থেকে ১৩ শতাংশ হারে।
গত সেপ্টেম্বর মাসে নতুন এক প্রজ্ঞাপনে সঞ্চয়পত্রের সুদের হারের যেমন তিনটা স্তর করা হয়, তেমনি জিপিএফ–সিপিএফের ক্ষেত্রেও তা–ই করা হয়েছে। অর্থাৎ কম টাকার ক্ষেত্রে বেশি সুদ আর বেশি টাকার ক্ষেত্রে কম সুদ। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জিপিএফ-সিপিএফের সুদের হার নতুনভাবে নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫ লাখ টাকা পর্যন্ত আমানতের বিপরীতে সুদের হার আগের মতো ১৩ শতাংশই থাকছে। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সুদের হার ১২ শতাংশ এবং ৩০ লাখ ১ টাকা থেকে তার বেশি আমানতের ক্ষেত্রে সুদের হার ১১ শতাংশ।
ব্যাংকে স্থায়ী আমানত (এফডিআর) রাখলে বর্তমানে ৬ থেকে ৭ শতাংশ সুদ পাওয়া যায়। আর সঞ্চয়পত্রে ৯ থেকে ১১ শতাংশ। জিপিএফ-সিপিএফে ১৩ শতাংশ সুদই ছিল দেশে যেকোনো আমানতের বিপরীতে সর্বোচ্চ। এই হার ছিল অন্তত ছয় বছর ধরে। ছয় বছর আগে তা ১৪ শতাংশও ছিল।
একসময় সরকারি কর্মচারীরা মূল বেতনের ৮০ শতাংশ পর্যন্ত জিপিএফে টাকা রাখতে পারতেন। তবে ২০১৫ সালের ডিসেম্বরে প্রজ্ঞাপন জারি করে অর্থ বিভাগ সুদের হার না কমিয়ে জিপিএফে টাকা রাখার সীমা বেঁধে দেয় মূল বেতনের সর্বোচ্চ ২৫ শতাংশ।