Logo
×

Follow Us

অন্যান্য

আসানির প্রভাবে টানা তিন দিন বৃষ্টির সম্ভাবনা

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২২, ২৩:৩২

আসানির প্রভাবে টানা তিন দিন বৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উপকূলে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আগামী তিন দিন এভাবে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি উপকূলীয় এলাকার নদ-নদীর পানি এক থেকে দুই ফুট বাড়তে পারে। 

আজ সোমবার (৯ মে) সন্ধ্যায় আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল এসব তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশালে ৮ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আসানি পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দূরে রয়েছে। দক্ষিণাঞ্চলে আঘাত হানার সম্ভাবনা না থাকলেও এই অঞ্চল এর প্রভাবমুক্ত নয়। ইতোমধ্যে পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর ও বরিশাল নদী বন্দরকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় বরিশাল বিভাগে ৪ হাজার ৯১৫টি আশ্রয়কেন্দ্র পুরোপুরি প্রস্তত করা হয়েছে। এতে ২০ লাখ মানুষ নিরাপদে থাকতে পারবেন। এছাড়া তাদের জন্য শুকনো খাবার প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। 

তিনি জানান, বরিশাল জেলায় ১ হাজার ৭১টি, পটুয়াখালীতে ৯২৫টি, ভোলায় ১১০৪টি, পিরোজপুরে ৭১২টি, বরগুনায় ৬২৯টি এবং ঝালকাঠিতে ৪৭৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫