Logo
×

Follow Us

অন্যান্য

জিপিএফ মুনাফার নির্ণয় করার নিয়ম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২২, ১৪:৪০

জিপিএফ মুনাফার নির্ণয় করার নিয়ম

ফাইল ছবি

সঞ্চয়পত্রে মুনাফার হার স্লাবভিত্তির করার পরই সরকারি কর্মচারীদের জিপিএফ এর উপর স্ল্যাবভিত্তিক মুনাফা প্রয়োগ করা হয়। ফলে অধিক জেরধারীর মুনাফার হার কমে আসছে। অনেকেই প্রজ্ঞাপনটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি করছে। 

প্রজ্ঞাপনে স্পষ্ট করেই বলা আছে- প্রারম্ভিক জেরের ক্ষেত্রে ১৫ লাখ টাকা পর্যন্ত ১৩% মুনাফা এবং ১৫-৩০ লাখ পর্যন্ত ১২% মুনাফা এবং ৩০ লাখের উপরে হলে ১১% প্রযোজ্য এবং ঠিক একইভাবে যদি আপনার প্রারম্ভিক জের ৩১ লাখ টাকা হয় তবে আপনার ক্রমপুঞ্জিভূত অর্থের উপর অর্থাৎ জমাকৃত চাঁদার উপর ১১% হারে মুনাফা প্রযোজ্য হইবে।

উদাহরণ, ধরি কোন কর্মকর্তার মাসিক মূল বেতন ৭১,২০০ টাকা। চলতি ২০২১-২২ অর্থ বছরে তার প্রারম্ভিক জের ৭২,০০,০০০/- টাকা। তিনি চলতি বছর ১৭,৮০০ টাকা মাসিক জমা হিসেবে মূল বেতন থেকেন কর্তন করেন। বর্তমান আদেশ অনুসারে তার মুনাফা নির্ণয় করবো।

প্রারম্ভিক জমা ও চাঁদা স্থিতির উপর স্লাবভিত্তিক মুনাফা নির্ণয় পদ্ধতি ২০২২

প্রথম ধাপ: ১৫ লাখ টাকার উপর ১৩% হার প্রযোজ্য হইবে সে হিসাব অনুযায়ী ১৫,০০,০০০*১৩% = ১,৯৫,০০০ টাকা।
দ্বিতীয় ধাপ: ১৫ লাখ টাকা অর্থাৎ ৩০ লক্ষ টাকা পর্যন্ত ১২% হারে ১৫,০০,০০০*১২% = ১,৮০,০০০ টাকা।
তৃতীয় ধাপ: ৪২ লাখ টাকা অর্থাৎ ৩০ লাখ তদুর্ধ্ব পর্যন্ত ১১% হারে ৪২,০০,০০০*১১% = ৪,৬২,০০০ টাকা।
চতুর্থ ধাপ: ২ লাখ ১৩ হাজার টাকা অর্থাৎ ক্রম স্থিতির উপর ১১% হারে ২,১৩,০০০*০.৮৪৫ = ১৫,০৪১ টাকা।

২০২১-২২ অর্থ বছরে মুনাফা দাঁড়াবে ৮,৫২,০৪১ টাকা। সমাপনী জের হবে ৮০,৫২,০৪১ টাকা। আপনি ম্যানুয়ালি হিসাব করুন বা অনলাইনে জিপিএফ ক্যালকুটের ব্যবহার করে হিসাব করুন একই হবে। আইবাস++ এ সূত্র ব্যবহার করা থাকবে হিসাব অটোমেটিক্যালি হবে।

বর্তমান ও ভবিষ্যৎ জিপিএফ হিসাব করুন অনলাইনেই
জিপিএফ মুনাফা ক্যালকুলেটর

স্লাবভিত্তিক জিপিএফ মুনাফা প্রযোজ্য হার ২০২১

সঞ্চয়পত্রের মুনাফা কিভাবে স্লাবভিত্তিক হিসাব কষে?

মুনাফা প্রদানের স্ল্যাব বা ধাপ গুলো হলো- ১ম স্ল্যাবঃ ১/- থেকে ১৫,০০,০০০/- ২য় স্ল্যাবঃ ১৫,০০,০০১/- হতে ৩০,০০,০০০/- ৩য় স্ল্যাবঃ ৩০,০০,০০১/- হতে তদুর্ধ্ব। ১৫ লাখ পর্যন্ত আগের নিয়ম থাকবে কিন্তু অনেকে জানতে চান যে, ১৫ লাখের বেশি কিনলে সম্পূর্ণ টাকার রেট কমে যাবে কিনা?

আগের কেনা গুলো যতই কেনা থাক তা আগের রেটেই পাবেন, নতুন যারা কিনবেন তাদের এই পরিবর্তিত রেটে মুনাফা দেয়া হবে। কিন্তু আগে যা কেনা আছে তার সাথে সমন্বয় করে দেখা হবে মোট কত কেনা আছে।

উদাহরণ হিসাবে বলা যায়- আমার পরিবার সঞ্চয়পত্র পুরানো ১৫ লাখ কেনা আছে, নতুন নিয়মে আরো ৪ লাখ কিনলে কত টাকা পাবো? উত্তরঃ ১৫ লাখে আগের রেটে লাখে ৮৬৪ টাকা করে পাবেন আর পরের ৪ লাখে নতুন রেট (১৫-৩০ লাখ পর্যন্ত স্ল্যাব) লাখে ৭৮৭.৫০ টাকা করে পাবেন। আগের কেনা গুলো কোন রেট চেঞ্জ হবে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫