Logo
×

Follow Us

অন্যান্য

গরম আরো বাড়বে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২২, ১৪:৪০

গরম আরো বাড়বে

কয়েকদিনের মধ্যে রাজধানীতে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় আসানির প্রভাবে বৃষ্টিপাতের কারণে রাজধানীসহ দেশের সর্বত্র গরম কমেছিল। ঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর থেকেই গরম বেড়ে চলেছে রাজধানীতে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ার কারণেই গরম বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, সামনে বাতাসে আর্দ্রতার পরিমাণ আরো বাড়বে। দেশের সর্বত্রই এ অবস্থা হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর গতকাল মঙ্গলবার (১৭ মে) রাজধানীতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল, কিন্তু বৃষ্টি হয়নি। সামান্য বৃষ্টি হয়েছে গাজীপুরে। আজ বুধবার (১৮ মে) রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টির বিষয়টি নির্ভর করছে উত্তরের মেঘমালার ওপর। 

অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, আজ বুধবার সারা দেশেই গরম কিছুটা বাড়বে। বৃষ্টির পরিমাণও কমে আসবে। কালও বৃষ্টি কম হয়েছে।

তিনি আরো বলেন, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকলে বেশি গরম অনুভূত হয়। এটি গড়ে প্রায় ৭০ শতাংশ এখন। রাজধানীতে আজ সকালে বাতাসে আর্দ্রতা ছিল ৫০ শতাংশ, তা বেড়ে ৬০ থেকে ৭০ শতাংশ হতে পারে।

গতকাল মঙ্গলবার রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল শ্রীমঙ্গলে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তবে আজ বুধবার সকাল সাতটা থেকে আগামী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। আর আবহাওয়াও থাকবে শুষ্ক। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫