
চন্দনা টিয়া। ছবি: কাজী সানজীদ
বাংলাদেশের বনে, গ্রামাঞ্চলে এবং নগরীতে দেখা সবচেয়ে বড় টিয়ার নাম চন্দনা টিয়া। এর ইংরেজি নাম Alexandrine Parakeet. ধারণা করা হয় মহাবীর আলেকজান্ডার বেশ কিছু এই প্রজাতির টিয়া পুষতেন, সেখান থেকেই এর নামকরণ। পাখিটি দৈর্ঘে ৫৩ সেন্টিমিটার। আকারে দ্বিতীয় স্থানে থাকা সবুজ টিয়ার দৈর্ঘ্য ৪২ সেন্টিমিটার। অর্থাৎ সচরাচর দেখা পাওয়া টিয়া থেকে চন্দনা টিয়া ১১ সেন্টিমিটার দীর্ঘ।
পাখিটি ঢাকা নগরীতেই বেশ কয়েকটি স্থানে দৃশ্যমান হয়। আমি এদেরকে বোটানিক্যাল গার্ডেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখেছি। বিকট আওয়াজে ডাকে। তবে এদের অনিন্দ্য সুন্দর রূপটি ডাকের আওয়াজের তীব্রতা ভুলিয়ে দেয়। সবুজ রঙের এই পাখিটির সনাক্তকরণ চিহ্ন হলো পাখার উপরের দিকে উজ্জ্বল মেরুন ছোপ। বিশাল ঠোঁট জোড়া টকটকে লাল, যার অগ্রভাগ হলুদ। ফল ও সব্জি এদের প্রধান খাদ্য। গাছের ও ফুলের পাতাও খেয়ে থাকে।
চন্দনা টিয়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখতে পাওয়া যায়। আবাসস্থল ধ্বংসের কারণে এই পাখিটির সংখ্যা কিছুটা হ্রাস পাওয়ার দিকে। সে কারণে আইইউসিএন চন্দনা টিয়াকে হুমকির কাছাকাছি মনে করে।
লেখক : কাজী সানজীদ