Logo
×

Follow Us

অন্যান্য

বেজোসকে টপকে আবারো বিশ্বসেরা ধনী বিল গেটস

Icon

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ২০:৪৮

বেজোসকে টপকে আবারো বিশ্বসেরা ধনী বিল গেটস

আবারো পৃথিবীর সেরা ধনীর খেতাব নিজের করেছেন বিল গেটস। জেফ বেজোসকে টপকে এ খেতাব অর্জন করেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।

এই মুহূর্তে বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার ৩৯০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে বিল গেটসের মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার ৫৭০ কোটি মার্কিন ডলার।

১৯৯৫ থেকে ২০১৭ পর্যন্ত একটানা ফোর্বসের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছিলেন বিল গেটস। ২০১৮ সালে শীর্ষস্থান দখল করেন বেজোস।

সে সময় বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৬ হাজার কোটি মার্কিন ডলার। এ বছর এপ্রিলে স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ায় তার স্ত্রীকে নিজের সংস্থার ৩৬০০ কোটি মার্কিন ডলারের শেয়ার ছেড়ে দিতে হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫