যা যা লাগবে
- হাড়সহ গরুর মাংস ১ কেজি
- আপেল ২টি (কুচি করে নেওয়া)
- পেঁয়াজ কুচি ১ কাপ
- আদা-রসুন বাটা ৩ টেবিল চামচ
- পেঁয়াজ বাটা আধা কাপ
- হলুদ গুঁড়া আধা চা-চামচ
- মরিচ গুঁড়া ২ চা-চামচ
- গরম মসলা ১ চা-চামচ
- ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ
- চিনি স্বাদমতো
- কাঁচা মরিচ ৬-৭টি
- টকদই আধা কাপ
- লবণ স্বাদমতো
- তেল ৩ টেবিল চামচ
প্রণালি
গরুর মাংস ধুয়ে কেটে নিয়ে টক দই, আপেল কুচি, মরিচ, হলুদ, আদা-রসুন বাটা ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ৩০ মিনিট।
চুলায় হাঁড়ি বা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিতে হবে। এতে আস্ত গরম মসলা দিয়ে পেঁয়াজকুচি ও পেঁয়াজ বাটা দিতে হবে। একটু ভাজা হয়ে এলে এতে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে প্রয়োজন মতো ফুটন্ত গরম পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে৷
ঝোল কমে মাখামাখা হয়ে এলে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে সামান্য চিনি দিতে হবে। কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে আরও কিছুক্ষণ রাখতে হবে যেন মাংসের উপরিভাগে তেল উঠে চকচকে ভাব আসে। পরিবেশনের আগে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিতে হবে।
গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে জমবে দারুণ রিফ্রেশিং আর সুস্বাদু এই আপেল দিয়ে গরুর মাংসের পদ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh