আঁইশটা গাছ

আঁইশটা গাছের ইংরাজি নাম- Rainbow Plant ও বৈজ্ঞানিক নাম- Houttuynia cordata Thunb।

পরিচিতি

বহুবর্ষজীবী বীরূৎ। কাণ্ড খাড়া, ৫০ সেন্টিমিটার পর্যন্ত উঁচু। পাতা সরল, একান্তর। পত্রফলক হৃৎপিণ্ডাকার বা পান পাতা সদৃশ, ৬ সেন্টিমিটার লম্বা এবং ৫ সেন্টিমিটার চওড়া। পাতা চূর্ণ থেকে বিশেষ ধরনের গন্ধ নির্গত হয়। ফুল ছোট ছোট, উভলিঙ্গ, সাদা, চার পাপড়িবিশিষ্ট, গর্ভমুণ্ড হলুদাভ-সবুজ। ফল ক্যাপসিউল, বীজ ডিম্বাকার। ফুল-ফল ধারণ: মে-জুন।

আবাসস্থল

খোলা-মেলা আর্দ্র সমতল এলাকা, অধিকাংশক্ষেত্রে পাহাড়ি অঞ্চল।

আভ্যন্তরীণ বিস্তৃতি

সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও নড়াইল জেলায় পাওয়া যায়।

বহির্বিশ্বে বিস্তৃতি

হিমালয়ের পাদদেশ সংলগ্ন সিকিম, আসাম, খাসিয়া পাহাড় ছাড়াও চীন, থাইল্যান্ড ও জাপানে বিস্তৃত। 

গুরুত্ব ও ঔষধি গুণাগুণ

পাতা সবজি হিসেবে পচা মাছের সাথে রান্না করে দুর্গন্ধ দূর করতে ব্যবহার করা হয়। শোভাবর্ধক হিসেবেও বাগানে লাগানো হয়।

বংশবিস্তার
রাইজোম দ্বারা।

বর্তমান অবস্থা
সংকটাপন্ন প্রজাতির বীরূৎ।

সংরক্ষণ প্রস্তাবনা
ইন-সিটু ও এক্স-সিটু পদ্ধতিতে সংরক্ষণ প্রয়োজন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh