
আফরান নিশো
বেশ কিছু মাস গুঞ্জন সিনেমার পর ফের ওটিটিতে আসছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। প্রায় তিন বছর পর আবারও ওটিটিতে দেখা যাবে তাকে। তাদের জন্য আসছে এক নতুন ধাঁচের থ্রিলার ‘আকা’। সেখানে থাকছেন নিশো। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। ভিকি ও নিশোর সঙ্গে এবার যুক্ত হয়েছেন অভিনেত্রী নাবিলা। ওটিটিতে এটাই তার প্রথম সিরিজ।
পরিচালক ভিকি জাহেদের নিজস্ব স্টাইল, মনস্তাত্ত্বিক টানাপড়েন আর চরিত্র নির্মাণের দক্ষতা আবারও নতুন এক উচ্চতায় পৌঁছেছে ‘আকা’র মধ্য দিয়ে। এই সিরিজ নিয়ে তিনি বলেন, ‘আকা নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি; কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। আকার মাধ্যমে আমি আসলে দর্শকের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পর এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারব।’
তিনি আরো বলেন, “নিশো ভাইয়ের সঙ্গে এর আগে আমি অনেক কাজ করেছি। তবে এই প্রথম কোনো সিরিজে আমরা একসঙ্গে কাজ করছি। উনার সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময়ই স্পেশাল। সেই সঙ্গে নাবিলা আপুও খুব কো-অপারেটিং ছিলেন। সব মিলিয়ে ‘আকা’ আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে।”
হইচই-তে সেপ্টেম্বরে মুক্তি পাবে সিরিজটি।