
সংসদ অধিবেশন ও হুইপ আবু সাঈদ স্বপন। ছবি: ফাইল
‘অন্য দেশের রাষ্ট্রদূত বাংলাদেশের ভাইসরয় নয়, গভর্নর জেনারেল নয়’-উল্লেখ করে আওয়ামী লীগের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আগের দিন বাঘে খেয়েছে। সাদা চামড়ার যাকে তাকে দেখলে ক্যামেরা, মাইক্রোফোন নিয়ে দৌড়াবেন না। তাদের কথা লিখে তাদের মহামানব বানানোর চেষ্টা করবেন না।
আজ বৃহস্পতিবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
হুইপ আবু সাঈদ স্বপন বলেন, পৃথিবীর সব দেশের সিভিল সোসাইটি গণতন্ত্রের বিকাশে কাজ করে। কিন্তু বাংলাদেশে সিভিল সোসাইটির এক অংশ তারা গণতন্ত্রে বিশ্বাস করেন, কিন্তু সেটা শেখ হাসিনাবিহীন গণতন্ত্র। তারা বাজেট নিয়ে নানা নেতিবাচক কথা বলে নিয়ে উপহাস করারও চেষ্টা করেন।
সংসদের এই হুইপ আরও বলেন, অন্য দেশের রাষ্ট্রদূত বাংলাদেশের ভাইসরয় নয়, গভর্নর জেনারেল নয়। সেদিন বাঘে খেয়েছে।