Logo
×

Follow Us

সংসদ

সংসদ অধিবেশন বসছে আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০

সংসদ অধিবেশন বসছে আজ

সংসদ অধিবেশন। ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের ২৪তম ও চলতি বছরের চতুর্থ অধিবেশন বসছে আজ রবিবার (৩ সেপ্টেম্বর)। আজ বিকেল ৫টায় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে।

অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। অধিবেশন কত কার্যদিবস চলবে তা বৈঠকে চূড়ান্ত হবে।

জানা গেছে, এই অধিবেশনের শেষে অক্টোবরের মাঝামাঝি সময় আরেকটি অধিবেশন বসবে। ওই অধিবেশনটি হবে চলতি একাদশ সংসদের শেষ অধিবেশন।

এই অধিবেশনে আলোচিত ‘সাইবার নিরাপত্তা আইন ২০২৩’-সহ বেশ কিছু আইন পেশ হতে পারে। পাসও হবে বেশ কয়েকটি আইন।

চলতি সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। তার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫