Logo
×

Follow Us

সংসদ

দেশে ভিক্ষুকের সংখ্যা ২ লাখ ৫০ হাজার: সমাজকল্যাণ মন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ২০:২৭

দেশে ভিক্ষুকের সংখ্যা ২ লাখ ৫০ হাজার: সমাজকল্যাণ মন্ত্রী

পুরনো ছবি।

বিভিন্ন জেলার প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের চাহিদাপত্র অনুযায়ি দেশে বর্তমানে ২ লাখ ৫০ হাজার ভিক্ষুক রয়েছে। শতকরা হিসাবে ০.১৭ ভাগ মানুষ ভিক্ষা বৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে।

সোমবার (১৩ জানুয়ারি) সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন সরকারি দলের এমপি দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ভিক্ষুকের এ সংখ্যা নির্ধারণে সমন্বিতভাবে কোনো জরিপ পরিচালিত হয়নি। তারপরও জেলা প্রশাসন ও সমাজকল্যণ কার্যালয় থেকে পাঠানো চাহিদা পত্রের ভিত্তিতে ভিক্ষুক পুর্নবাসনের জন্য মোট ৪৫০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। এর বিপরীতে গত অর্থ বছরে ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচিতে ৩ কোটি টাকা এবং চলতি অর্থবছরে ৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫