Logo
×

Follow Us

সংসদ

বীর মুক্তিযোদ্ধারা মাসে জনপ্রতি পাচ্ছেন ২০ হাজার টাকা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ১৭:০৭

বীর মুক্তিযোদ্ধারা মাসে জনপ্রতি পাচ্ছেন ২০ হাজার টাকা

সংসদ। ছবি- সংগৃহীত

দেশের ১ লাখ ৮৯ হাজার ২৯০ জন বীর মুক্তিযোদ্ধাকে প্রতিমাসে ২০ হাজার করে টাকা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এসব টাকা সরাসরি তাদের ব্যাংক হিসেবে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

আজ সোমবার (৪ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় পার্টির (জাপা) এমপি সৈয়দ আবু হোসেন বাবলার এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

আ ক ম মোজাম্মেল হক বলেন, দুটি উৎসবে ১০ হাজার টাকা করে ও বিজয় দিবসে জনপ্রতি ৫ হাজার টাকা করে দেয়া হচ্ছে। একইসঙ্গে ৪১২২ কোটি ব্যয়ে ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করা হচ্ছে।

তিনি জানান, শ্রেণিভেদে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক জনপ্রতি সর্বোচ্চ ৪৫ হাজার টাকা, সর্বনিম্ন ২৫ হাজার টাকা, এবং বীরশ্রেষ্ঠ পরিবারকে মাসিক ৬৫ হাজার টাকা, অপরদিকে শহীদ পরিবারকে মাসিক ৩০ হাজার টাকা, বীর উত্তম এবং বীর প্রতীকদের মাসিক ২০ হাজার টাকা সম্মানী ভাতা দেওয়া হয়।

এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা দুর করতে ও আবাসন নিশ্চিত করতে ৪ হাজার ১২২ কোটি ব্যয়ে ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করার কাজ শুরু হচ্ছে বলেও জানান মন্ত্রী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫