Logo
×

Follow Us

বাংলাদেশ

শপথ নিলেন সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ১৪:৪৮

শপথ নিলেন সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস

একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে পাবনা-৪ আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য মো. নুরুজ্জামান বিশ্বাস শপথ নিয়েছেন। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ বুধবার (৭ অক্টোবর) সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী,  হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি ও নাদিরা ইয়াসমিন জলি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নুরুজ্জামান বিশ্বাস রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গত ২ এপ্রিল পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে গত ২৬ সেপ্টেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫