Logo
×

Follow Us

বাংলাদেশ

গাড়িতে নতুন স্টিকার চান এমপিরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২১, ২২:২৩

গাড়িতে নতুন স্টিকার চান এমপিরা

মঙ্গলবার (০৮ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ পরামর্শ দেন এমপিরা।

একাদশ জাতীয় সংসদ সদস্যদের গাড়িতে নতুন ডিজাইনের স্টিকার চালু করার পরামর্শ দিয়েছে সংসদ কমিটি। মঙ্গলবার (৮ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ পরামর্শ দেন এমপিরা। 

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি সংসদ সচিবালয়ের সরবরাহ করা গাড়ির স্টিকার নতুন করে ডিজাইন করার সুপারিশ করেছে।

এমপিদের গাড়িতে নতুন স্টিকার লাগানোর বিষয়ে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, জাতীয় সংসদ সদস্যদের গাড়ির জন্য নতুন ডিজাইনের স্টিকার করতে বলেছি। কারণ দেখা যাচ্ছে, অনেকে আগের সংসদের সদস্য ছিলেন, এখন তারা এমপি নন। কিন্তু গাড়িতে তাদের স্টিকার থেকে যাচ্ছে। এ বিষয়টি বিবেচনা করে আমরা নতুন স্টিকার করার কথা বলেছি।

বৈঠকে উপস্থিত ছিলেন- কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, ইকবালুর রহিম, কাজী ফিরোজ রশীদ, মাহবুব আরা বেগম গিনি, মনজুর হোসেন ও মো. হারুনুর রশিদ প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫