Logo
×

Follow Us

সংসদ

ভ্যাকসিন নেয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রধানমন্ত্রীর আহ্বান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৩

ভ্যাকসিন নেয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রধানমন্ত্রীর আহ্বান

মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হয়তো কোভিড মহামারি একটু কমের দিকে আছে, ইতিমধ্যে অনেকেই দুই ডোজ বা এক ডোজ টিকাও নিয়েছেন। তবে টিকা নিলেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জাতীয় পার্টির নারী সংরক্ষিত আসনের এমপি মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনায় সবাইকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, আমরা সবার জন্য টিকার ব্যবস্থা করছি। ইতিমধ্যে যারা করোনা টিকা নিয়েছেন বা নেননি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মুখে মাস্ক পরতে হবে। জনসমাগম যতটা সম্ভব এড়িয়ে চলতে ও সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় তিনি প্রয়াত এমপি মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানান।

শেখ হাসিনা বলেন, একের পর এক সংসদ সদস্যকে আমরা হারাচ্ছি। এ চলতি অধিবেশনে তিনজন এমপি আমাদের ছেড়ে চলে গেছেন, যা সত্যি বেদনাদায়ক। মাসুদা চৌধুরীকে একজন বিদুষী নারী আখ্যা দিয়ে তার বিভিন্ন কর্মকাণ্ডও তুলে ধরেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫