১৪ দলীয় জোটের শরিক দল তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন, আমিও এমপি হবো।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন বৈঠক শুরু হয়।
সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, নির্বাচনে বিএনপি আসুক আর না আসুক, তাতে কিছুই আসে যায় না। ১৪ দলীয় জোট নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনে আজকের প্রধানমন্ত্রী যেমন আবার প্রধানমন্ত্রী হবেন। আমিও তরিকত ফেডারেশনের পক্ষ থেকে এমপি হবো। এ ব্যাপারে কোনো ভুল নেই। তখন হয়তো আমি আমার বাকি কাজ সম্পন্ন করবো।
নজিবুল বশর বলেন, আমার কাছে যতটুকু খবর আছে, আগামী আগস্ট মাস থেকে তারা (বিএনপি- জামায়াত) আবার খুনোখুনি শুরু করবে। তাদের ষড়যন্ত্র সেইভাবে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে দেশ অন্যদিকে নিয়ে যেতে চায়। এ ব্যাপারে সরকারকে সচেতন থাকার জন্য বলছি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh