Logo
×

Follow Us

ছবিঘর

গাছে গাছে ফুটছে আমের মুকুল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১৯:০২

গাছে গাছে ফুটছে আমের মুকুল

গাছে গাছে ফুটছে আমের মুকুল। চারদিকে বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ।

গাছে গাছে ফুটছে আমের মুকুল

বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করে।

গাছে গাছে ফুটছে আমের মুকুল

পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল।

‘আয় ছেলেরা, আয় মেয়েরা/ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে/মামার বাড়ে যাই। ঝড়ের দিনে মামার দেশে/আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে/রঙিন করি মুখ...।’ পল্লীকবি জসীম উদ্দিনের ‘মামার বাড়ি’ কবিতার পংক্তিগুলো বাস্তব রূপ পেতে বাকি রয়েছে আর মাত্র কয়েক মাস। তবে সুখের ঘ্রাণ বইতে শুরু করেছে। ছবিগুলো যশোার শহরের খড়কী এলাকা থেকে তোলা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫